আবারও প্রকাশ্য রাস্তায় চলল গুলি। বসিরহাট, হাওড়ার পরে এ বার বেলঘরিয়া। আহত দু’জনের মধ্যে এক জন তৃণমূলকর্মী। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক। শনিবার রাতের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, বেলঘরিয়ার ২৯ নম্বর ওয়ার্ডের (উত্তর বাসুদেবপুর) ৪ নম্বর রেল গেটের কাছে বিকাশ সিংহ নামে এক তৃণমূলকর্মী ছিলেন। সেখানে বাইকে করে হেলমেট পরে তিন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। জানা গিয়েছে, দু’রাউন্ডেরও বেশি গুলি চালিয়েছিল দুস্কৃতীরা। ওই ঘটনায় ভয় পেয়ে পালাতে গিয়েছিলেন এলাকায় চিকিৎসক দেখাতে আসা এক ব্যক্তি। তাঁর নাম সন্তু দাস। তিনিও গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে খবর, বিকাশের পেটে ও পিঠে গুলি লেগেছে। সন্তুর গুলি লেগেছে কোমরে। আরও জানা গিয়েছে, বিকাশের অবস্থার অবনতি হলে তাঁকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন:
গুলি চালানোর খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই উদ্ধার হয়েছে অপরাধীদের বাইক। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (দক্ষিণ) অনুপম সিংহ বলেন, “এক জনের অবস্থা স্থিতিশীল হলেও অন্য জনের অবস্থা আশঙ্কাজনক। অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে। কেন গুলি চলেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”
সন্তুর স্ত্রী জানিয়েছেন, তাঁরা একটি দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। ঠিক সেই সময় দুষ্কৃতী এসে গুলি চালিয়েছিল। অন্য দিকে বিকাশের ভাইয়ের দাবি, যেখানে তাঁর দাদাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে সেখান থেকে তাঁদের বাড়ি মাত্র ১০০ মিটার দূরে। কেন বিকাশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তা অবশ্য অনুমান করতে পারছেন না তাঁর বাড়ির কেউই।