Advertisement
০৩ নভেম্বর ২০২৪

হাওড়ায় কেব্‌ল অপারেটরদের পুর-নোটিস

কর ফাঁকি রুখতে কেব্‌ল অপারেটরদের কাছে সেট টপ বক্সের সংখ্যা জানতে চেয়ে নোটিস দিল হাওড়া পুরসভা। সম্প্রতি পুর-কমিশনার নীলাঞ্জন চট্টোপাধ্যায় নোটিস দেন, অপারেটরদের কেন্দ্রের দেওয়া রেজিস্ট্রেশন নম্বর ও সার্টিফিকেট, গ্রাহক সংখ্যা, পরিষেবা করের পরিমাণ, পুরসভার দেওয়া নথিভুক্ত হওয়ার শংসাপত্র, ভোটার, আধার কার্ড, প্যান নম্বর দশ দিনের মধ্যে জমা দিতে হবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০০:৫৩
Share: Save:

কর ফাঁকি রুখতে কেব্‌ল অপারেটরদের কাছে সেট টপ বক্সের সংখ্যা জানতে চেয়ে নোটিস দিল হাওড়া পুরসভা। সম্প্রতি পুর-কমিশনার নীলাঞ্জন চট্টোপাধ্যায় নোটিস দেন, অপারেটরদের কেন্দ্রের দেওয়া রেজিস্ট্রেশন নম্বর ও সার্টিফিকেট, গ্রাহক সংখ্যা, পরিষেবা করের পরিমাণ, পুরসভার দেওয়া নথিভুক্ত হওয়ার শংসাপত্র, ভোটার, আধার কার্ড, প্যান নম্বর দশ দিনের মধ্যে জমা দিতে হবে।

অভিযোগ, কেব্‌ল অপারেটরদের অধিকাংশের ট্রেড লাইসেন্স নেই। নিয়মিত বিনোদন কর দেন না। ফলে লক্ষাধিক টাকা রাজস্ব ক্ষতি হয়। অপারেটরদের দাবি, তাঁরা কেন্দ্রের দেওয়া রেজিস্ট্রেশন ও ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন। তাই কোনও স্বশাসিত সংস্থাকে হিসেব দেখাতে বাধ্য নন।

বৃহস্পতিবার পুর-কমিশনারের সঙ্গে দেখা করে প্রতিবাদ জানান অপারেটররা। হাওড়া কেব্‌ল টিভি অপারেটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গৌতম দাস জানান, আজ, শুক্রবার বৈঠকে পরবর্তী কর্মসূচী স্থির হবে। প্রয়োজনে তাঁরা আদালতে যাবেন বা কেব্‌ল পরিষেবা বন্ধ করে দেবেন।

মেয়র পারিষদ (লাইসেন্স) অরুণ রায়চৌধুরী বলেন, ‘‘পুর-এলাকায় ব্যবসা করলে পুরসভাকে সব জানাতে ওঁরা বাধ্য।’’ মেয়র রথীন চক্রবর্তী বলেন, ‘‘বিনোদন কর নিতে পারব না কেন? গ্রাহকের সংখ্যা না জানলে ট্রেড লাইসেন্সের ফি ঠিক হবে কী করে?’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE