ফের ১০০ ডায়ালে ফোনের সূত্রে গ্রেফতার হল ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি। বুধবার, সার্ভে পার্ক থানা এলাকার একটি আবাসনের ঘটনা। ধৃতের নাম বিক্রম শূর।
পুলিশ জানিয়েছে, বিক্রম ও আর এক ব্যক্তি ওই আবাসনে কিছু দিন ধরেই কলিং বেলের তার সারানোর কাজ করছিল। আবাসন কর্তৃপক্ষের তরফেই তাদের পাঠানো হয়েছিল। বুধবার দুপুরে ওই আবাসনের চারতলার ফ্ল্যাটে মহিলা একাই ছিলেন। বিক্রম প্রথমে কাজ করার অছিলায় তাঁর ফ্ল্যাটে ঢোকে। অভিযোগ, ঘরে ঢুকেই সে ওই মহিলাকে ধাক্কা মেরে দরজা বন্ধ করে দেয়। এর পরে তাঁকে ধর্ষণ করে। রাতে লালবাজারের কন্ট্রোল রুমে ১০০ ডায়ালে ফোন করেন ওই মহিলা। লালবাজার থেকে খবর যায় সার্ভে পার্ক থানায়। ঘটনাস্থলে পৌঁছন অফিসারেরা। আবাসন কর্তৃপক্ষের কাছে থাকা ফোন নম্বরের সূত্র ধরে রাতেই বিক্রমকে ধরা হয়।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাতেও রবীন্দ্র সরণিতে একটি বাস থেকে ১০০ ডায়ালে ফোন করে সাহায্য চেয়েছিলেন এক মহিলা। সেখান থেকে খবর গিয়েছিল হেয়ার স্ট্রিট থানায়। রানি রাসমণি অ্যাভিনিউয়ে বাস থামিয়ে রতনকুমার ঠাকুর নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই দিন দুপুরেও তপসিয়ার ক্রিস্টোফার রোডে প্রতিবেশীর কটূক্তিতে বিরক্ত হয়ে ১০০ ডায়ালে ফোন করেছিলেন এক মহিলা। কিছুক্ষণের মধ্যেই তাঁর প্রতিবেশী সুধীর প্রামাণিক গ্রেফতার হন। পুলিশের এক শীর্ষ কর্তার কথায়, মহিলারা অনেক সময়ে সামাজিক সম্মান হারানোর ভয়ে সরাসরি কোথাও অভিযোগ জানাতে ভয় পান। সে ক্ষেত্রে ১০০ ডায়াল মারফত পুলিশে সাহায্য চাওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy