ফের স্টেট ব্যাঙ্কের নাম করে টেলিফোনে এটিএম কার্ডের নম্বর নিয়ে প্রতারণার অভিযোগ উঠল। শ্যামনগর গুড়দহের বাসিন্দা বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম সেল ও জগদ্দল থানায় এই অভিযোগ দায়ের করেছেন। ওষুধ দোকানের কর্মী বিশ্বজিতবাবুর অভিযোগ, সোমবার তাঁর মোবাইলে ফোন করে এক ব্যাক্তি নিজেকে স্টেট ব্যাঙ্কের প্রতিনিধি বলে দাবি করেন। ওই ব্যক্তি জানান, পিন সংক্রান্ত কিছু সমস্যার জন্য বিশ্বজিতবাবুর এটিএম কার্ডটি ব্লক হয়ে গেছে। এর পরে কার্ডের নম্বর জানতে চান ওই ব্যক্তি। বিশ্বজিৎবাবু এ দিন বলেন, ‘‘এটিএম কার্ড সংক্রান্ত কোনও তথ্য কাউকে না দেওয়ার কথা আমি জানতাম। কিন্তু যখন ফোনটা আসে তখন ব্যস্ত থাকায় খেয়াল ছিল না। নম্বরটা বলার পরেই মনে হয় ঠিক হল না।’’ বিশ্বজিৎবাবুর বক্তব্য, তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে জানান। এটিএম-এ গিয়ে দেখেন দু’দফায় মোট কুড়ি হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এটিএম কার্ডের পিন নম্বরটি না দিলেও শুধু কার্ডের নম্বর জেনে টাকা তুলে নেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে সোদপুরে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং ব্যারাকপুরের এক ব্যক্তির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে হায়দরাবাদ থেকে দু’টি ফোন এসেছিল। ব্যারাকপুর কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, যে নম্বর থেকে ফোন করা হয়েছিল সেটির উপর নজর রাখা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy