শহরে খুলল রূপার প্রথম ফ্ল্যাগশিপ স্টোর, রূপা কমফর্ট স্টোর। গত শনিবার ক্যামাক স্ট্রিটে রূপা কমফর্ট স্টোরের উদ্বোধন করেন রূপা অ্যান্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পিআর অগ্রবাল।
বিপণির উদ্বোধন করে তিনি বলেন, ‘‘আমরা এক ছাদের তলায় রূপার সমস্ত পণ্য নিয়ে আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত। নারী, পুরুষ ও শিশুদের জন্য ন্যায্য দামে টেকসই ও আরামদায়ক পোশাকের একমাত্র গন্তব্য। আমরা নিশ্চিত রূপার এই প্রধান বিপণিতে কেনাকাটার অভিজ্ঞতা আপনাদের মন ছুঁয়ে যাবেই।’’
রূপা কমফর্ট স্টোরে এক ছাদের তলায় মিলবে ফ্রন্টলাইন, ইউরো, বামচামস, সফটলাইন, ফেমোরা-সহ প্রায় সমস্ত পোশাকের ব্র্যান্ড। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডও।