একে মশাতেই নাজেহাল বিধাননগর পুরসভা। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। সোমবার বিকাশ ভবনে মশা তাড়াতে ধোঁয়া ছড়ানো নিয়ে ফের তৈরি হল বিতর্ক।
বিকেলে মশা মারার ধোঁয়া দিতেই কর্মচারী থেকে হাজির সাধারণ মানুষের অগ্নি-ভ্রম হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বিকাশ ভবন ফাঁকা করে বেরিয়ে পড়েন কর্মচারী ও কাজের সূত্রে যাওয়া সাধারণ মানুষ। পরে সেই ভ্রম কাটলে কর্মচারীদের একাংশ অফিসে ফিরে আসেন।
সূত্রের খবর, ওই ভবনের পাঁচ তলায় পুরকর্মীরা ধোঁয়া দেন। সেই ধোঁয়া বাইরে থেকে দেখা যেতে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন কয়েকশো মানুষ ছিলেন বিকাশ ভবনে। প্রশ্ন উঠেছে, কি করে অফিস চলাকালীন ধোঁয়া দেওয়া হল?
বিধাননগর পুরসভার অবশ্য দাবি, বিকাশ ভবন থেকেই মশা তাড়ানোর ধোঁয়া দিতে যোগাযোগ করা হয়েছিল পুরসভার সঙ্গে। তবে সাধারণত অফিস ভবন চত্বরে ধোঁয়া দেওয়া হয়। অফিসের ভিতরে ঢুকলে আগে থেকে জানানো হয়। মেয়র পারিষদ(স্বাস্থ্য) প্রণয় রায় বলেন, ‘‘অফিস চলাকালীন কেন ভিতরে ধোঁয়া দেওয়া হল, খোঁজ নিয়ে দেখা হবে। তবে আপৎকালীন পরিস্থিতিতে মশা তাড়াতে ধোঁয়া দেওয়ার কথা আগে থেকে সর্বত্র জানানো সম্ভব হয়নি। তবে সে দিকটিও এ বার খেয়াল রাখা হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy