Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Durgapur Bridge

শনিবার থেকে ৪ দিন বন্ধ দক্ষিণ কলকাতার দুর্গাপুর সেতু, কোন পথে যান চলাচল দেখে নিন

সেতুর ভার বহনের ক্ষমতা পরীক্ষা করে দেখার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকবে সেতু।

স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকবে সেতু। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ১৬:৪৫
Share: Save:

স্বাস্থ্য পরীক্ষার জন্য ৪ দিন বন্ধ থাকছে দুর্গাপুর সেতু। আগামী ২৩ জানুয়ারি রাত ১০টা থেকে ২৬ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত ওই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। ওই সময়ে অন্য রুট দিয়ে সমস্ত গাড়িকে ঘোরানো হবে। বৃহস্পতিবার কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হল। সেতুর ভার বহনের ক্ষমতা পরীক্ষা করে দেখার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

দুর্গাপুর সেতু বন্ধ থাকাকালীন কোন পথে বাস এবং গাড়ি চলাচল করবে, তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিপুর/ বর্ধমান রোড ঘুরিয়ে দক্ষিণমুখী গাড়িগুলিকে ডায়মন্ড হারবার রোড হয়ে জয় হিন্দ সেতুতে তোলা হবে। এম-১৪, এস২২, এস৩ ডব্লিউ এবং এসডি ৭৬ রুটের বাসগুলিকে আলিপুর/চেতলা সেন্ট্রাল রোড ক্রসিং থেকে ঘুরিয়ে বর্ধমান রোডের দিকে নিয়ে নিয়ে তোলা হবে জয় হিন্দ সেতুতে।

উত্তরমুখী গাড়িগুলিকে নিউ আলিপুর আইল্যান্ড থেকে ঘুরিয়ে টালিগঞ্জ সার্কুলার রোড হয়ে দেশপ্রাণ শাসমল রোডে দিয়ে নিয়ে আসা হবে। বিএল শাহ রোড এবং রায় বাহদুর ক্রসিং দিয়ে যেতে দেওয়া হবে না। ৩-বি রুটের বাসগুলিকে দুর্গাপুর সেতুর পরিবর্তে টালিগঞ্জ ফাঁড়ি দিয়ে ঘোরানো হবে। দুর্গাপুর সেতুর উপর দিয়ে যে অটোগুলি উত্তরের দিকে চলে, সেগুলি বেইলি হয়ে আলিপুর পার্ক রোড ধরে রাজা সন্তোষ রোড থেকে চেতলা সেন্ট্রাল পর্যন্ত চলবে। দক্ষিণমুখী সমস্ত মালবাহী গাড়িগুলিকে ডায়মন্ড হারবার রোড হয়ে জয় হিন্দ সেতুতে তোলা হবে।

যে পথে যান চলাচল করবে ওই চার দিন।

যে পথে যান চলাচল করবে ওই চার দিন। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

এই দুর্গাপুর সেতুর মাধ্যমেই দক্ষিণ কলকাতার সঙ্গে সংযোগ গোটা শহরের। মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর ওই সেতুই ভরসা হয়ে দাঁড়িয়েছিল সাধারণ মানুষের। দুর্গাপুর সেতু বন্ধ হলে, সে ক্ষেত্রে নবনির্মিত জয় হিন্দ সেতুই ফরসা হয়ে দাঁড়াবে। তবে ২৩ থেকে ২৬ জানুয়ারির মধ্যে একমাত্র সোমবার ছাড়া বাকি দিনগুলিতে যেহেতু ছুটি, তাই তেমন যানজট তৈরি হবে না বলেই মনে করছে কেএমডিএ।

অন্য বিষয়গুলি:

Kolkata Majerhat Flyover Durgapur Bridge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy