ভগ্ন: সল্টলেকের বেহাল রাস্তা। ছবি: শৌভিক দে
পিচ উঠে পুরোপুরি ভেঙে গিয়েছে রাস্তা। মেরামতির উদ্যোগ নেই। বিধাননগরের ছোট রাস্তা নিয়ে এমনই অভিযোগ পথচারী ও বাসিন্দাদের। অথচ অধিকাংশ বড় রাস্তায়ই ম্যাস্টিক অ্যাসফল্টে মোড়া।
রাস্তা খারাপের অভিযোগ রয়েছে রাজারহাট-গোপালপুর-সহ বিধাননগরের সংযুক্ত এলাকাতেও। বিধাননগর পুরপ্রশাসনের দাবি, ওই রাস্তাগুলি ধাপে ধাপে মেরামতি হবে।
বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, সল্টলেকের এই ছোট ভাঙা রাস্তাগুলিতেও গাড়ির চাপ যথেষ্ট। যেমন, বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল সংলগ্ন রাস্তা। ওই রাস্তা দিয়ে প়়ড়ুয়ারা যাতায়াত করে, গাড়ির চাপও রয়েছে।
ফাল্গুনি আবাসনের পাশের রাস্তার অবস্থাও খুবই খারাপ। ওই রাস্তা দিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যান সুমিত গুহ। তিনি বলেন, ‘‘রাস্তার অবস্থা খুব খারাপ। যাতায়াতে খুবই সমস্যা হয়।’’ বাসিন্দা শান্তনু দেব বলেন, ‘‘বড় রাস্তাগুলির সারাই হয়েছে। কিন্তু এই রাস্তার কাজ হয়নি।’’
শুধু সল্টলেকের ১৪টি ওয়ার্ডে কয়েকটি রাস্তা নয়, বিধাননগর পুরসভার বাকি ২৭টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তারও বেহাল দশা নিয়ে অভিযোগ রয়েছে স্থানীয়দের। বিধাননগর পুরসভার এক উচ্চপদস্থ কর্তা
বলেন, ‘‘বেশ কিছু ছোট রাস্তার মেরামতির প্রয়োজন রয়েছে। সেই রাস্তাগুলির তালিকাও তৈরি হয়েছে। অর্থের সংস্থান হলেই ধাপে ধাপে মেরামত করা হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy