Advertisement
০৩ নভেম্বর ২০২৪

অন্ধকারে সেতু

বছর খানেক ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে হাওড়ার সাঁকরাইলের সারেঙ্গা ও বেটিয়ারি সেতুর সমস্ত সৌর আলো। আলোগুলি সারানোর বিষয়ে সাঁকরাইল পঞ্চায়েত সমিতি, পূর্ত দফতরের বিদ্যুৎ বিভাগের মধ্যে চাপান-উতোর শুরু হয়েছে। ২০০০ সালে সাঁকরাইলের সারেঙ্গা খালের উপর সারেঙ্গা ও নলপুরে সেতুদু’টি তৈরির সময়েই সারেঙ্গা সেতুতে ৬টি এবং বেটিয়ারি ২টি সৌরআলো লাগিয়েছিল পূর্ত দফতর।

ছবি: সুব্রত জানা।

ছবি: সুব্রত জানা।

নিজস্ব সংবাদদাতা
সাঁকরাইল শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০৩:০৭
Share: Save:

বছর খানেক ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে হাওড়ার সাঁকরাইলের সারেঙ্গা ও বেটিয়ারি সেতুর সমস্ত সৌর আলো। আলোগুলি সারানোর বিষয়ে সাঁকরাইল পঞ্চায়েত সমিতি, পূর্ত দফতরের বিদ্যুৎ বিভাগের মধ্যে চাপান-উতোর শুরু হয়েছে। ২০০০ সালে সাঁকরাইলের সারেঙ্গা খালের উপর সারেঙ্গা ও নলপুরে সেতুদু’টি তৈরির সময়েই সারেঙ্গা সেতুতে ৬টি এবং বেটিয়ারি ২টি সৌরআলো লাগিয়েছিল পূর্ত দফতর। বছর খানেক আগে আলোগুলি খারাপ হয়ে যায়। তার পর থেকে অন্ধকারেই সেতু দিয়ে যাতায়াত চলছে। আলোগুলি দেখভালের দায়িত্ব পূর্ত দফতরের বিদ্যুৎ বিভাগের। যদিও ওই বিভাগের অভিযোগ, সমস্যার কথা তাদের জানানোই হয়নি। অভিযোগ অস্বীকার করে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তপন পাল বলেন, ‘‘আমরা বহুবার জানিয়েছি। জেলা পরিষদের মিটিংয়েও জানানো হয়েছে। কিন্তু কেউ তাতে কান দেয়নি।’’ পূর্ত দফতরের বিদ্যুৎ বিভাগের জেলা আধিকারিক জগন্নাথ হালদার বলেন, ‘‘খোঁজ নিয়ে দেখছি। সৌরআলোগুলি খারাপ হয়ে থাকলে অবশ্যই সারানোর ব্যবস্থা করা হবে।’’

অন্য বিষয়গুলি:

bridge shankrile power electricity sarenga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE