সিগন্যাল অমান্য করে গাড়ি চালানোর প্রতিবাদ করায় এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠল এক গাড়িচালকের বিরুদ্ধে। গিরিশ পার্কে বুধবার সকালের ঘটনা। ওই চালক-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক হয়েছে গাড়িটি।
পুলিশ জানায়, রামদুলাল সরকার স্ট্রিট ও চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের মোড়ে সিগন্যাল তখন লাল ছিল। অভিযোগ, সিগন্যাল অমান্য করে ডান দিকে বাঁক নিচ্ছিলেন চালক শাহাবুদ্দিন মুফতি। সেখানে তখন ছিলেন জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের অশোক পাত্র। পুলিশ জানায়, অশোকবাবু গাড়িটি থামান। শাহাবুদ্দিন গাড়ি থেকে নেমে তর্ক শুরু করেন। পিছনের আসনে এক বয়স্ক ব্যক্তি ও তাঁর দুই ছেলে এবং চালকের পাশে ছিলেন শাহাবুদ্দিনের ভাই সালাউদ্দিন। অভিযোগ, গাড়ি থেকে সকলে নেমে এসে অশোকবাবুর সঙ্গে তর্ক জোড়েন। শাহাবুদ্দিন ও সালাউদ্দিন অশোকবাবুকে মারধরও করেন বলে অভিযোগ। পুলিশ জানায়, তাঁরা কনস্টেবলের পোশাক টেনে ধরেন। তাঁর মুখে ঘুষি মারা হয়।
পুলিশ সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি দেখে এগিয়ে এসে চালক ও তাঁর ভাইকে ধরে ফেলেন। জোড়়াবাগান ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট প্রবীর দাস ঘটনাস্থলে পৌঁছন। শাহাবুদ্দিন ও সালাউদ্দিনকে গিরিশ পার্ক থানার হাতে তুলে দেন তিনি। তাঁদের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। অশোকবাবুকে মেডিক্যাল কলেজে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, ওই বৃদ্ধ ও তাঁর দুই ছেলেও অশোকবাবুর উদ্দেশে অশালীন মন্তব্য করেন। তবে বৃদ্ধ নার্সিংহোমে চিকিৎসা করাতে যাচ্ছেন শুনে তাঁদের ছেড়ে দেয় পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy