Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Garfa

এসি চালানো নিয়ে ঝামেলা, ধৃত ক্যাবচালক

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গরফা থানার কাছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ০২:৫২
Share: Save:

অ্যাপ-ক্যাবে বাড়ি ফেরার পথে যাত্রী-দম্পতি এসি চালাতে বলেছিলেন চালককে। তিনি রাজি হননি। দম্পতি তার প্রতিবাদ করায় ওই চালক মহিলার ছবি তোলার চেষ্টা করেন বলে অভিযোগ। মহিলা বাধা দিতে গেলে জোর করে তাঁকে সরিয়ে দেন চালক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গরফা থানার কাছে। মহিলার অভিযোগের ভিত্তিতে ক্যাবচালক রাজ সাউকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি যাদবপুরের পূর্বাচলে।

পুলিশ জানিয়েছে, রবিবার রাত ১১টা নাগাদ ওই দম্পতি অ্যাপ-ক্যাবে টালিগঞ্জ থেকে গরফার বাড়িতে ফিরছিলেন। তাঁরা এসি চালানোর কথা বলায় রাজি হননি রাজ। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, এসি চালানোর কথা বলায় রাজ জানান, তিনি ঘটনাটি তাঁর মালিককে জানাবেন। এর পরেই তিনি মোবাইল বার করে মালিককে ফোন করার বদলে মহিলার ছবি তুলতে শুরু করেন বলে অভিযোগ।

তদন্তকারীরা জানান, এর প্রতিবাদ করায় রাজের সঙ্গে ওই দম্পতির বচসা শুরু হয়। মহিলার আরও অভিযোগ, তিনি ছবি তোলায় বাধা দিতে গেলে চালক তাঁকে ঠেলে সরিয়ে দেন। গরফা থানার কাছাকাছি সেই সময়ে ডিউটি করছিলেন এক পুলিশকর্মী। ওই দম্পতি তাঁকে ঘটনায় কথা জানালে তিনি গাড়ি-সহ তাঁদের থানায় নিয়ে আসেন। পরে মহিলার অভিযোগের ভিত্তিতে রাজকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

অন্য বিষয়গুলি:

Garfa Cab Driver Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE