—প্রতীকী ছবি।
পার্কিং করার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নিয়ে খাবারের দোকানে ধাক্কা মারার অভিযোগ উঠল এক খালাসির বিরুদ্ধে। পুলিশ জানায়, ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে ওই খালাসি। খোঁজ নেই বাসমালিকেরও। বুধবার, হাওড়ার ডুমুরজলার ঘটনা। সংশ্লিষ্ট জায়গায় বাসের পার্কিং নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানাচ্ছিলেন স্থানীয়েরা। দোকানটি বাসের ধাক্কায় কার্যত গুঁড়িয়ে যায়। কোনও ভাবে প্রাণে বাঁচেন দোকানী ও ক্রেতারা।
এ দিন বেলা ১০টা নাগাদ এইচআইটি আবাসনের কাছে ওই দোকানে ধাক্কা মারে দাশনগর-পার্ক সার্কাস রুটের ৭২ নম্বরের একটি বাস। হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘‘খালাসির অপটু হাতের কারণেই ওই দুর্ঘটনা।’’ দোকানের মালকিন শঙ্করী মণ্ডল বলেন, ‘‘বাসটিকে দ্রুত গতিতে দোকানের দিকে আসতে দেখে আমি পালাই। খেতে আসা ক্রেতারাও পালিয়ে বাঁচেন।’’ ওই ঘটনার পরে স্থানীয়েরা বাসটিতে ভাঙচুর চালান। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানান, বাসের মালিকের সঙ্গে তাঁরা কথা বলছেন। কেন চালকের বদলে খালাসি বাস পার্কিং করছিলেন, তাও জানতে চাওয়া হবে।
এলাকাবাসীদের অভিযোগ, ডুমুরজলায় এইচআইটি আবাসনের ভিতরে ৭২ নম্বর রুটের বাস বেআইনি ভাবে রাখা হয়। তার জেরে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এলাকার প্রভাবশালীদের মদত থাকায় ওই পার্কিং বন্ধ করা যায়নি বলেই অভিযোগ। শীঘ্রই ওই জায়গায় বাস পার্কিং বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে বলে হাওড়া পুলিশ জানিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy