অ্যাম্বুল্যান্সের ধাক্কায় আহত হলেন পাঁচ। আহতদের মধ্যে তিন জন ছাত্র। মঙ্গলবার, বাঙুরের বিরাট কলোনিতে। ঘটনায় মহম্মদ আলম নামে অ্যাম্বুল্যান্সটির চালককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বেলগাছিয়া থেকে মেট্রো ধরে স্কুলে যাবে বলে এ দিন সকাল সাতটা নাগাদ বাড়ির সামনে বাসস্টপে দাঁড়িয়ে ছিল সারাংশ ভালোটিয়া, লবনীশ পাণ্ডে ও ঋষভ অগ্রবাল নামে ওই তিন ছাত্র। সারাংশ সেন্ট জেভিয়ার্সে একাদশ শ্রেণির ও অন্য দু’জন দশম শ্রেণির ছাত্র। এক প্রত্যক্ষদর্শী জানান, ফাঁকা রাস্তায় হঠাৎই প্রচণ্ড গতিতে অ্যাম্বুল্যান্সটি এসে প্রথমে রাস্তার পাশে দুই শ্রমিককে ধাক্কা মারে। তার পর ধাক্কা মারে ওই তিন পড়ুয়াকে।
সারাংশ ও লবনীশ নার্সিংহোমে ভর্তি। তবে তাদের অবস্থা স্থিতিশীল। অন্য দুই আহতকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অ্যাম্বুল্যান্সটি বরাহনগর এলাকার। তার চালক মহম্মদ আলম মদ্যপান করে গাড়িটি চালাচ্ছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy