সদ্য প্রয়াত বিশিষ্ট চিকিৎসক সুব্রত মৈত্রের স্মরণে তাঁর সহকর্মী ও অন্যান্য চিকিৎসকেরা রবিবার রবীন্দ্র সদনে একটি সভার আয়োজন করেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী ও স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিক-সহ সমাজের সব স্তরের বহু বিশিষ্ট মানুষ এ দিন উপস্থিত ছিলেন। এ ছাড়াও সভায় সুন্দরবন ও আগর আটি অঞ্চলে সুব্রতবাবু যে দু’টি প্রকল্প চালাতেন, সেখানকার কর্মীরাও হাজির ছিলেন। সভাশেষে সুব্রতবাবুর স্ত্রী চৈতালি মৈত্রের হাতে সম্মানপত্র তুলে দেওয়া হয়। তা ছাড়াও ভবিষ্যতে নতুন তৈরি হওয়া কোনও একটি সরকারি হাসপাতালের নামকরণ সুব্রতবাবুর নামে করার প্রস্তাব দেওয়া হয়। এ নিয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পেশের আর্জি জানানোর কথাও বলা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy