—প্রতীকী চিত্র।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছে শহর। সেই প্রতিবাদের নামে সমাজমাধ্যমে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ‘প্ররোচনামূলক’ পোস্ট করার অভিযোগ উঠল এক কলেজছাত্রীর বিরুদ্ধে। ওই ঘটনায় অভিযুক্ত ছাত্রীকে বুধবার বিকেলে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম রূপসা মণ্ডল। গরফার পূর্বাচলের বাসিন্দা রূপসা যোগেশচন্দ্র কলেজে বি কম সাম্মানিক তৃতীয় বর্ষের ছাত্রী।
পুলিশ সূত্রের খবর, রূপসা সম্প্রতি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ‘সোনাই’ নাম দিয়ে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বিচার চান। আন্দোলনের নামে সেখানে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ‘প্ররোচনামূলক’ বক্তব্য রাখেন। পুলিশ জানিয়েছে, সেখানে বলা হয়েছিল, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে দল নিয়ে হামলা করা হবে। রাজ্যের সব থানায় ভাঙচুর চালানো হবে। বিষয়টি সামনে আসতেই মামলা করে তদন্ত শুরু হয়। এ দিন ওই ছাত্রীকে যাদবপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়। রাতে তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। রূপসার দিদি পূজা মণ্ডল বলেন, ‘‘আমরা এখনই এ ব্যাপারে মন্তব্য করব না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy