বিয়ের দিন সকাল। তাড়াহুড়োয় ট্যাক্সি নিয়ে ভাড়াবাড়িতে গিয়েছিলেন পাত্রী সোমা পাল দাস। সঙ্গে ছিল প্রায় ২ লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ। কিন্তু নামার সময় সেই ব্যাগ নিতে ভুলে গিয়েছিলেন তিনি। দুপুর ১২টা নাগাদ হঠাত্ খেয়াল হয় ব্যাগটা নেই। মনে পড়ে, ট্যাক্সিতেই ফেলে এসেছেন। মাথায় হাত পড়ে গোটা পরিবারের। কিন্তু সেই ব্যাগ ফেরতও পাওয়া যায়। সৌজন্যে ট্যাক্সি চালক যশবীর সিংহ। গত সোমবার ডানলপের ঘটনা।
ব্যাগ যে বাড়িতে নেই তা জানতে পারার পর খুঁজতে খুঁজতে ট্যাক্সি স্ট্যান্ডে এসে পৌঁছন সোমা ও তাঁর পরিবার। সেখান থেকে জানতে পারেন, যশবীর নামের ওই পঞ্জাবি ট্যাক্সিচালক কাছের একটি সরকারি কোয়ার্টারে থাকেন। তড়িঘড়ি সেখানে পৌঁছন তাঁরা। তাঁর কোয়ার্টারের আশেপাশে সোমাকে দেখতে পেয়ে ওই চালক নিজেই ডাকেন তরুণীকে। গয়না ভর্তি ব্যাগ তাঁর হাতে তুলে দিয়ে বলেন, ‘‘দুটো বিয়ের পার্টি ট্যাক্সিতে তুলেছিলাম। কার ব্যাগ বুঝতে পারছিলাম না। তাই বাড়ি এসে, সবে থানায় যাচ্ছিলাম।’’
ব্যাগ ফিরে পাওয়ার পর স্বস্তির শ্বাস ফেলেছেন সোমা। তিনি বললেন, ‘‘উনি আমার কাছে ভগবান। গয়না না পেলে হয়তো বিয়েই হত না।’’ পরে বিয়েবাড়িতে গিয়ে জমিয়ে খাওয়া-দাওয়াও করেছেন যশবীর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy