Advertisement
০২ নভেম্বর ২০২৪

তদন্তকারী ৩ কেন্দ্রীয় সংস্থাকে কটাক্ষ

নারদ কাণ্ডে সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ অপরূপা আফরিন পোদ্দার এবং কলকাতার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ০৪:০৬
Share: Save:

আর্থিক কেলেঙ্কারির ঘটনার তদন্তকারী তিনটি কেন্দ্রীয় সংস্থার মধ্যে কোনও সমন্বয় নেই বলে মন্তব্য করে তাদের ‘সৎ ভাই’ বলে কটাক্ষ করল কলকাতা হাইকোর্ট।

নারদ কাণ্ডে সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ অপরূপা আফরিন পোদ্দার এবং কলকাতার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ। বৃহস্পতিবার সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচীর মন্তব্য, ‘‘রাজ্যের আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত মামলার তদন্ত করছে মূলত তিনটি কেন্দ্রীয় সংস্থা— সিবিআই, ইডি এবং সেবি। এই তিন সংস্থার আচরণ সৎ ভাইদের মতো। কেউ কারওর সঙ্গে সমন্বয় করে চলে না। ফলে বছরের পর বছর তদন্তই চলতে থাকে। আইনত দোষী সাব্যস্ত করা যায় না কাউকেই!’’

বস্তুত, ২০১৪ সালে সারদা কেলেঙ্কারির তদন্ত শুরু করেছিল এই তিন সংস্থা। কিন্তু এখনও তার বিচারই শুরু হয়নি। নারদ কাণ্ডেও সিবিআই, ইডি তদন্ত শুরু করেছে। কিন্তু এই মামলার তদন্ত পদ্ধতি নিয়ে এ দিন প্রশ্ন তুলেছেন অ ভিযুক্তদের আইনজীবী। এ দিন ইকবালের আইনজীবী অমিত দেশাই বিচারকের কাছে নালিশ করেন— সিবিআই এই মামলায় অনেকটা যন্ত্রের মতো কাজ করেছে। সঠিক আইন না-মেনেই এফআইআর করেছে সিবিআইয়ের তদন্তকারী অফিসারেরা। তাঁর মক্কেলের বিরুদ্ধে এফআইআর এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন ইকবালের আইনজীবী। আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে ২১ সেপ্টেম্বর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE