Advertisement
০৯ নভেম্বর ২০২৪

খুঁটিপুজো শহিদ দিবসের মঞ্চেরও!

যে-সে সভার মঞ্চ নয়, ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ তৈরির আগে রবিবার খুঁটিপুজো সারলেন তৃণমূলের নেতারা। ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীও।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ০৪:০৫
Share: Save:

নিখাদ রাজনৈতিক সমাবেশ। কিন্তু সেই সভার মঞ্চ তৈরির আগে রীতিমতো আচার-অনুষ্ঠান করে খুঁটিপুজো করা হলো। ঠিক দুর্গাপুজোর মণ্ডপ গড়ার আগে যেমন করা হয়!

যে-সে সভার মঞ্চ নয়, ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ তৈরির আগে রবিবার খুঁটিপুজো সারলেন তৃণমূলের নেতারা। ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীও।

গত রবিবার বেলা সওয়া একটা নাগাদ ধর্মতলায় পৌঁছোন তৃণমূলের নেতারা। আগে থেকেই একটি লোহার খুঁটিতে জবাফুলের মালা পরিয়ে রাখা হয়েছিল। খুঁটিটির সামনে সুব্রতবাবু একটি নারকেল ফাটান। তার পর খুঁটিটিকে ফুল, মিষ্টি, ধূপ দিয়ে পুজো করেন। এর পর খুঁটিটি মাটিতে পুঁতে শুরু হয়ে যায় মঞ্চ তৈরির কাজ।

গত কয়েক বছর ধরে দুর্গাপুজোর মণ্ডপের প্রস্তুতিতে খুঁটিপুজোর চল বা়ড়ছে। বাড়ছে জৌলুসও। বহু ক্লাবের অনুষ্ঠানে হাজির হন নেতা-মন্ত্রীরাও। কিন্তু এ রাজ্যে কোনও রাজনৈতিক সভার মঞ্চ এমন খুঁটি পুজোর ঘটনার কথা আগে শোনা যায়নি।

তৃণমূলের এই ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তাঁরা বলছেন, তৃণমূলকে ধর্মনিরপেক্ষ দল হিসেবেই তুলে ধরেন দলের নেতা-নেত্রীরা। সেই ধর্মনিরপেক্ষ দলের অনুষ্ঠানে এমন ধর্মীয় আচার কেন? সুব্রতবাবু এই প্রশ্নকে আমল দিতে চাননি। দলের সঙ্গে ওই খুঁটি পুজোর কোনও সম্পর্ক নেই বলেই মন্তব্য করেন তিনি। বুধবার বলেন, ‘‘মণ্ডপ তৈরির আগে ডেকরেটরের কর্মীরা রীতি মেনে পুজো করেন। প্রতিবারই এটা হয়। আমাদের অনুষ্ঠান বলে আমরাও সঙ্গে থাকি। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। ওটা ডেকরেটরের কর্মীদের ব্যাপার।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE