অক্টোবরে থমকে যাওয়া খাগড়াগড় বিস্ফোরণ মামলার বিচার প্রক্রিয়া জুনে ফের শুরু হতে চলেছে বলে আশা করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
বিচার ভবনে কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারকের আদালতই কলকাতায় এনআইএ-র বিশেষ আদালত। বর্তমান মুখ্য বিচারক শুভ্রা ঘোষ বারাসত জেলা আদালতে বদলি হয়ে যাচ্ছেন। তাঁর জায়গায় আসছেন বর্ধমান জেলা আদালতের বিচারক কুন্দনকুমার কুমাই। খাগড়াগড় মামলার সাক্ষ্যগ্রহণ ফের শুরু হবে তাঁরই আদালতে। আদালত সূত্রের খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাঁর কার্যভার গ্রহণের কথা। তাই জুনে বিচারপর্ব শুরু হবে বলে মনে করা হচ্ছে।
এই মামলায় এ যাবৎ ৫টি চার্জশিট জমা দিয়েছে এনআইএ। শেষ চার্জশিট জমা পড়ে ১০ এপ্রিল। এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা ২৫। তাঁদের সবাইকে চার্জশিটের প্রতিলিপি দেওয়ার দিন ছিল শুক্রবার। সংস্থার বিশেষ কৌঁসুলি শ্যামল ঘোষ জানান, এ দিন ২৪ জন অভিযুক্ত আদালতে হাজির হলেও গিয়াস মোল্লা ওরফে গিয়াসউদ্দিন হাসপাতালে ভর্তি থাকায় কাউকেই চার্জশিটের প্রতিলিপি দেওয়া যায়নি। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে ১১ মে। ওই দিন সবাই চার্জশিটের প্রতিলিপি পেলে তার দু’সপ্তাহের মধ্যে চার্জ গঠন হওয়ার কথা। তার পরেই সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হতে পারবে।
আরও পড়ুন:বিরল যক্ষ্মার ওষুধে টান, দীর্ঘ হয়রানি রোগীদের
তবে বিচার প্রক্রিয়া কবে শুরু হবে, তা নিয়ে এত দিন দোটানায় ছিল এনআইএ। কারণ, এই মামলার ৩৩ জন অভিযুক্তের মধ্যে ফেরার সালাউদ্দিন সালেহিনের বিরুদ্ধেই শুধু চার্জশিট পেশ করা যায়নি। সাক্ষ্যগ্রহণ শুরুর পর সে গ্রেফতার হলে বিচার প্রক্রিয়া স্থগিত রেখেই তাঁকে চার্জশিট দিতে হবে— এ কথা ভেবে তদন্তকারীরা দ্বিধাগ্রস্ত ছিলেন। এখন এনআইএ ঠিক করেছে, সাক্ষ্যগ্রহণ ফের শুরু হোক। এর মধ্যে সালাউদ্দিন ধরা পড়লে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy