Advertisement
০৩ নভেম্বর ২০২৪

সুনীতাকে দেখতে গেলেন কাকলি

এভারেস্ট ছুঁয়ে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন বারাসতের পর্বতারোহী সুনীতা হাজরা। ৮ হাজার মিটার উচ্চতায় থাকায় হাতের আঙুলে হয়েছে তুষার ক্ষত।

ছবি: সজল চট্টোপাধ্যায়

ছবি: সজল চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০৪:২০
Share: Save:

এভারেস্ট ছুঁয়ে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন বারাসতের পর্বতারোহী সুনীতা হাজরা। ৮ হাজার মিটার উচ্চতায় থাকায় হাতের আঙুলে হয়েছে তুষার ক্ষত। ভেঙেছে বাঁ কব্জি। শনিবার কাঠমান্ডু থেকে কলকাতা ফিরে বেলঘরিয়া রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সুনীতা। মঙ্গলবার তাঁকে দেখতে এসে বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, ‘‘সুনীতা বাংলা ও ভারতের গর্ব। ওঁর পাশেই থাকবে রাজ্য সরকার।’’ চিকিৎসার খরচ কর্তৃপক্ষেরই বলে জানান হাসপাতালের জেনারেল ম্যানেজার পার্থপ্রতিম শেঠ।

অন্য বিষয়গুলি:

Kakoli Ghosh Dastidar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE