নিহত সঞ্জু।
চন্দননগরে যুবক খুনের ঘটনায় একই পরিবারের তিন জনকে গ্রেফতার করল পুলিশ।
বুধবার রাতে চন্দননগরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সঞ্জু হাজরা। সে চুঁচুড়ার তালডাঙায় নিউ কলোনির বাসিন্দা। খুনের অভিযোগে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয়েছে বৈশাখী সাউ, তার স্বামী প্রদীপ সাউ নামে এলাকার দুই বাসিন্দাকে। গ্রেফতার করা হয়েছে বৈশাখীর শাশুড়িকেও।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এলাকায় ভাল ছেলে বলেই পরিচিত সঞ্জু। তবে ইদানীং বৈশাখীর সঙ্গে তার একটি সম্পর্ক গড়ে উঠেছিল। তার জেরেই তাকে খুন হতে হল কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওই দিন সন্ধ্যা ৬টা নাগাদ বাড়ি থেকে বেরোয় সে। তারপর আর ফেরেনি। রাত সাড়ে ১০টা নাগাদ এক যুবকের সঙ্গে সঞ্জুর বাড়িতে আসে বৈশাখী। জানায়, রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছে সঞ্জু। হাসপাতালে চিকিৎসাধীন। সঞ্জুর বাড়ির লোকের সঙ্গে তারাও হাসপাতালের উদ্দেশে রওনা দেয়। হাসপাতালের কাছে পুলিশের গাড়ি দেখে রাস্তা থেকেই চম্পট দেয় বৈশাখীরা। পরে চিকিৎসকেরা জানান, ওই দিন রাত সাড়ে ন’টা নাগাদ রিক্সায় চেপে সঞ্জুকে হাসপাতালে নিয়ে এসেছিল বৈশাখী। সঞ্জুকে তার দাদা হিসাবে পরিচয় দিয়েছিল। কিন্তু সঞ্জুর চিকিৎসা করতে গিয়ে জানা যায় সে অনেক আগেই মারা গিয়েছে।
ঘটনার কথা জানাজানি হওয়ার পরই বৈশাখীর খোঁজ শুরু করে পুলিশ। পরে সকাল ৭টা নাগাদ তাকে সপরিবার গ্রেফতার করা হয়। বৈশাখীদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা জামাকাপড়। খোঁজ পাওয়া যায়নি অন্য যুবকের। অবৈধ সম্পর্কের জেরেই এই ঘটনা, না কি এর পিছনে অন্য উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy