জগৎপুর আদর্শ বিদ্যালয়ে সুব্রত জানার তোলা ছবি।
রাস্তায় দাঁড়িয়ে নয়, স্কুলে গিয়ে রীতিমতো শিক্ষকের ভূমিকা নিয়ে পথ নিরাপত্তা সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করলেন হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ) সুমিত কুমার।
৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সারা দেশে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। ৯ জানুয়ারি ধূলাগড়িতে ছাত্রছাত্রী ও সিভিক পুলিশদের নিয়ে পদযাত্রার এর সূচনা হয়। ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের তরফে বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের ও বিভিন্ন পার্কিং জোনে গাড়ি চালকদের নিয়ে পথ নাটিকা, প্রচারের মাধ্যমে সচেতনতা অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সকালে উলুবেড়িয়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে জেলার পুলিশ সুপার (গ্রামীণ) পড়ুয়াদের ট্রাফিক সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেন।
জগৎপুর আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ দিন পথ নিরাপত্তা নিয়ে নাটক পরিবেশন করে। পুলিশ সুপার বলেন, ‘‘শুধু রাস্তায় দাঁড়িয়ে পথ নিরাপত্তা পালন না করে স্কুলের পড়ুয়াদের কাছে গিয়ে বললে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতায় আরও ভাল কাজ হবে।’’ তিনি জানান, বাচ্চারা যদি তাদের অভিভাবকদের হেলমেট পরতে বাধ্য করে এবং পুলকার চালকদের সিটবেল্ট পরতে বলে তা হলে তাদের কথা কেউ ফেলতে পারবে না। সব সময় আইন করে, শাস্তি দিয়ে সব কাজ করা যায় না। তাই এই ধরনের অনুষ্ঠান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy