Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Pradhan Mantri Awas Yojana

৯০ দিনের মধ্যে বাড়ি করতে ‘সমাধান মেলা’

জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের এক কর্তা জানান, বাড়ি তৈরির জন্য যে সব স্থানীয় মিস্ত্রির প্রয়োজন এবং ইট-বালি ইত্যাদি সরঞ্জাম সরবরাহকারী সংস্থাগুলিকে মেলায় ডাকা হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ০৯:৩৪
Share: Save:

আবাস প্লাস প্রকল্পের বাড়ি তৈরি শেষ করতে ৯০ দিন সময়সীমা দেওয়া হয়েছে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষের উপায় বাতলাতে ও উপভোক্তাদের অসুবিধার সমাধানে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। তারই মধ্যে অন্যতম ‘সমাধান মেলা’। জেলা এবং ব্লক প্রশাসনগুলি সূত্রে খবর, আগামী ১০ থেকে ১৫ তারিখ পর্যন্ত বিভিন্ন পঞ্চায়েত এলাকায় এই মেলা চলবে। ফেব্রুয়ারি ও মার্চেও ওই একই তারিখে মেলাটি হবে।

জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের এক কর্তা জানান, বাড়ি তৈরির জন্য যে সব স্থানীয় মিস্ত্রির প্রয়োজন এবং ইট-বালি ইত্যাদি সরঞ্জাম সরবরাহকারী সংস্থাগুলিকে মেলায় ডাকা হবে। উপভোক্তা এবং পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে সমন্বয় ঘটানোর লক্ষ্যেই এই মেলার আয়োজন। ব্লক প্রশাসনের তরফেও স্থানীয় ইটভাটা মালিক, ইট-বালি সরবরাহকারী ও বিক্রেতাদের সঙ্গে সভার আয়োজন করে উপকরণগুলি পাওয়া নিশ্চিত করতে বলা হয়েছে। এলাকায় রাজমিস্ত্রির ঘাটতি থাকলে তার প্রশিক্ষণের কর্মসূচির কথাও জানানো হয়েছে।

অন্য বিষয়গুলি:

Pradhan Mantri Awas Yojana Arambagh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy