আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বুধবার খানাকুল-২ ব্লক অফিস ঘেরাও করল বিজেপি। স্থানীয় বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে ওই বিক্ষোভে শামিল কিছু মহিলার হাতে ঝাঁটাও দেখা যায়। বিক্ষোভ চলাকালীন এক সময় ব্লক অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে, কারা তালা ঝোলান, তা স্পষ্ট নয়।
বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায় বলেন, “কারা বাড়ি পাবেন, সেই তালিকা প্রকাশ হয়েছে। আমাদের তরফে আবাস প্লাসের তালিকা যাচাই করে ৫০ শতাংশ নাম বাদ দিয়েছি। এর পরও কেউ বাড়ি পাওয়ার অযোগ্য হলে নির্দিষ্ট করে অভিযোগ করতে বলেছি। অবশ্যই খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।” অবাঞ্ছিত প্রবেশ রুখতে তাঁরা ব্লক অফিসে তালা ঝুলিয়েছিলেন বলে দাবি করেছেন বিডিও।
এ দিন কুমারহাট থেকে বিজেপির নেতৃত্বে বিভিন্ন গ্রামের বাসিন্দারা বিরাট মিছিল ব্লক অফিসে জমায়েত হন। বিধায়কের অভিযোগ, “আবাস যোজনায় দুর্নীতি, স্বজনপোষণ হয়েছে। ২০১৮ সালের সমীক্ষায় গরমিল ছিল। আমাদের দাবি, প্রকৃত গরিব সবাইকে বাড়ি দিতে হবে। বিডিওর কাছে পঞ্চায়েত এলাকায় কারা বাড়ি পেলেন, সেই তালিকা দু’দিনের মধ্যে চেয়েছি। তালিকা খতিয়ে দেখে ব্লক প্রশসানকে দেখিয়ে দেব, কারা পাকা বাড়ি থাকা সত্ত্বেও ফের তালিকাভুক্ত হয়েছেন।” ফটকে তালা ঝোলানোর প্রশ্নে বিধায়কের দাবি, ‘‘ও সব গ্রামবাসী ক্ষোভে করে থাকতে পারেন।’’