বাইক নিয়ে কেরামতি দেখাতে গিয়েছিলেন তরুণ। বাইকের সামনের চাকা হাওয়ায় তুলে বাইক চালাচ্ছিলেন তিনি। মাথায় হেলমেট ছিল না তাঁর। সামনের চাকা তুলে কিছু ক্ষণ বাইক চালানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন তিনি। বাইক নিয়ে সোজা নর্দমার ভিতর পড়ে গেলেন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ভবেশ_গয়াল_০৪’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হেলমেট না পরে এক তরুণ বাইক চালাচ্ছেন। কিন্তু স্বাভাবিক ভাবে নয়। বাইকের সামনের চাকা শূন্যে তুলে বাইক নিয়ে কেরামতি দেখাচ্ছেন তিনি। কিছু ক্ষণ বাইকের চাকা হাওয়ায় তুলে চালানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন তরুণ। বাইকের চাকা আবার রাস্তায় নামিয়ে ফেললেন তিনি। কিন্তু তার পরেও গতি নিয়ন্ত্রণ করতে পারলেন না তরুণ।
বাইকটি সোজা পথে না গিয়ে নর্দমার দিকে চলতে শুরু করে। শত চেষ্টা করেও বাইকটি থামাতে পারলেন না সেই তরুণ। রাস্তার পাশে একটি বড় নর্দমা ছিল। বাইক নিয়ে সোজা নর্দমায় পড়ে গেলেন তিনি। বাইকটি উল্টো হয়ে নর্দমার ভিতর পড়ে গেল। বাইক থেকে ছিটকে নর্দমার পাশে পড়ে গেলেন তরুণ। তার পর সেখান থেকে গড়িয়ে নর্দমার ভিতর পড়ে গেলেন তিনি। তাঁকে উদ্ধার করতে ছুটে গেলেন এক প্রত্যক্ষদর্শী।
ভিডিয়োটি সেখানেই শেষ হয়ে যায়। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ার পর অধিকাংশ নেটব্যবহারকারীদের কাছে কটাক্ষের শিকার হয়েছেন ওই তরুণ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘হেলমেট ছাড়া এমন বিপজ্জনক ভাবে বাইক চালাতে কে বলেছিল? বেশ হয়েছে। যেমন কাজ করেছে, তেমন ফল পেয়েছে। উপযুক্ত শাস্তি।’’