Advertisement
২৫ সেপ্টেম্বর ২০২৪
Lockdown

পাড়ায় করোনার প্রকোপ, উত্তরপাড়ায় বাঁশ দিয়ে রাস্তা ঘিরলেন বাসিন্দারা

লকডাউনে পাড়ায় পাড়ায় তখন বাঁশের ব্যারিকেড। মূলত করোনা সংক্রমন ঠেকাতেই এই ধরনের বাঁশ বাঁধা হত।

নবীনকৃষ্ণবাবু রোডে বাঁশের ব্যারিকেড।

নবীনকৃষ্ণবাবু রোডে বাঁশের ব্যারিকেড। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
উত্তরপাড়া শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৮:৪৮
Share: Save:

করোনা সংক্রমণ লাগাম ছাড়া। এর মধ্যে গত বছরের লকডাউনের দিন মনে করাচ্ছে উত্তরপাড়ার একটি পাড়া।

বাঁশের ব্যারিকেড দিয়ে বহিরাগতদের পাড়ায় ঢোকা বেরনো বন্ধ— এই ছবি দেখা গিয়েছিল গত বছর এই এপ্রিল-মে মাসে। লকডাউনে পাড়ায় পাড়ায় তখন বাঁশের ব্যারিকেড। মূলত করোনা সংক্রমন ঠেকাতেই এই ধরনের বাঁশ বাঁধা হত।

উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নবীনকৃষ্ণবাবু রোডে করোনা সংক্রমণ অত্যধিক বৃদ্ধি পাওয়ায় এলাকার বিদায়ী কাউন্সিলর এবং স্থানীয় বাসিন্দারা বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন। বিদায়ী কাউন্সিলর মৌসুমী বিশ্বাস বলেন, ‘‘মানুষকে বোঝানো যাচ্ছে না কী ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। গত দু’দিনে নবীনবাবু রোডে তিন জন মারা গিয়েছেন করোনায়। প্রতি বাড়িতেই কেউ না কেউ আক্রান্ত। এমন পরিস্থিতিতে স্থানীয় ভাবে লকডাউন করতে হবে। তাই মানুষকে সচেতন করার পাশাপাশি বাঁশ দিয়ে রাস্তা আটকানো হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Corona COVID-19 Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE