অ্যান্টিবায়োটিক ব্যবহারের নিয়মবিধি নিয়ে একটি বই প্রকাশ করল স্বাস্থ্য দফতর।
ঋতু পরিবর্তনের সময় ভাইরাসঘটিত সর্দিকাশি, এমনকি সঙ্কটজনক অবস্থায় আইসিইউ-এ ভর্তি রোগীর চিকিৎসায় যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহারের অভিযোগ ওঠে। সেই প্রবণতা কমাতে এ বার স্বাস্থ্য দফতর অ্যান্টিবায়োটিক ব্যবহারের নিয়মবিধি নিয়ে একটি বই প্রকাশ করল।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চলতি সপ্তাহে ওই দফতরের অধীনে থাকা ইনস্টিটিউট অব হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বইটি প্রকাশ করেছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জেলা স্বাস্থ্য অধিকর্তার মাধ্যমে সব হাসপাতালের সুপারের কাছে ওই বই পৌঁছে দেবেন। রোগীর কোন অবস্থায় চিকিৎসক অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দেবেন, সেই বিষয়ে সবিস্তার আলোচনা করা হয়েছে ওই বইয়ে।
অনেক সময়েই ভেন্টিলেশনে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহারের অভিযোগ ওঠে। স্বাস্থ্য প্রশাসনের একাংশ মনে করছেন, ব্যবহার-বিধি সংক্রান্ত এই বই অভিযোগ খতিয়ে দেখতে সাহায্য করবে। স্বাস্থ্য কমিশনে অ্যান্টিবায়োটিক সংক্রান্ত অভিযোগ দায়ের হলে এই বইয়ের পরামর্শ বিশেষ গুরুত্ব পাবে। তাই যথেচ্ছ ব্যবহারে সীমা টানা যাবে।
ইনস্টিটিউট অব হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অধিকর্তা কৃষ্ণাংশু রায় বলেন, ‘‘কোথায়, কী ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়, সেটা খতিয়ে দেখার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রতিনিধিদের দিয়ে বিষয়টি যাচাই করানো হয়েছে। তার পরে পরামর্শের বই প্রকাশিত হয়। পরামর্শ মেনে অ্যান্টিবায়োটিক দেওয়া হলে যথেচ্ছ ব্যবহার কমবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy