আইনজীবী বিকাশ ভট্টাচার্যের উপরে হামলার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও। তাঁর সঙ্গে দেখা করার পরে মঙ্গলবার ‘সেভ ডেমোক্র্যাসি ফোরামে’র প্রতিনিধিদের দাবি, রাজ্যপাল ওই ঘটনা সম্পর্কে মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাইবেন বলে জানিয়েছেন।
গোঘাটের ভাবাদিঘিতে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে শনিবার উল্লাসপুরে আক্রান্ত হয়েছিলেন বিকাশবাবু। অভিযোগের তির শাসক দলের দিকেই। ঘটনার প্রতিবাদ জানাতে এ দিন ‘সেভ ডেমোক্র্যাসি’র সঙ্গেই রাজভবনে গিয়েছিলেন বিরোধী শিবিরের দুই নেতা আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘বিকাশবাবু একাধিক গুরুত্বপূর্ণ মামলায় বিচারপ্রার্থীদের হয়ে লড়েছেন। তাঁর উপরে আক্রমণের ঘটনায় আইনজীবীরাও সন্ত্রস্ত বোধ করছেন। রাজ্যপাল বলেছেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবহিত। মুখ্যসচিবের কাছে তিনি রিপোর্ট চাইবেন।’’ অশোকবাবুর অভিযোগ, পুলিশ-প্রশাসনকে জানিয়ে বিকাশবাবুরা ভাবাদিঘি যাওয়া সত্ত্বেও হামলা হয়েছে এবং পুলিশ তখন দর্শকের ভূমিকায় ছিল। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপেরও চিন্তাভাবনা করছেন অশোকবাবুরা।
আরও পড়ুন: তকমা ঘুচল রাজ্য সড়কের
মান্নান এ দিন বলেন, ‘‘হামলার উদ্দেশ্য খুব পরিষ্কার। কিন্তু এ সব করে গণতন্ত্র ও বিচারের জন্য নাগরিকদের লড়াই বন্ধ করা যাবে না।’’ আর সুজনবাবুর মন্তব্য, ‘‘এই পথে গেলে সরকারকে তুর্কী নাচন নাচতে হবে!’’ সেভ ডেমোক্র্যাসির তরফে চঞ্চল চক্রবর্তী, আব্বাসউদ্দিন, অমিতাভ চক্রবর্তী, ভারতী মুৎসুদ্দিরা জানিয়েছেন, বিকাশবাবুকে নিয়ে তাঁরা ফের ভাবাদিঘি যাবেন। গণতান্ত্রিক অধিকারের উপরে আক্রমণের প্রতিবাদে ৭ এপ্রিল, শুক্রবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ও প্রতিবাদ-সভা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy