ফাইল চিত্র।
তলব সত্ত্বেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কলকাতা দফতরে হাজির হননি নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েল। বুধবার কোচির অফিসে স্টিং অপারেশন নিয়ে ওই সাংবাদিককে টানা ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। প্রশ্ন শেষ না-হওয়ায় আজ, বৃহস্পতিবার ম্যাথুকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে যখন তাঁকে ডাকা হয়েছিল, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সে-বার কলকাতায় ইডি-র অফিসে হাজিরা এড়িয়ে যান ম্যাথু। তার পরেই কলকাতার এডি অফিসের এক দল অফিসার কোচির অফিসে ম্যাথুকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন।
ইডি সূত্রের খবর, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সাংসদ কেডি সিংহের মালিকানাধীন ‘তহেলকা ডট কম’ সংস্থার অধীনে ওই স্টিং অপারেশন চালিয়েছিলেন ম্যাথু। সেই অপারেশনে ৮০ লক্ষ টাকা খরচ হয়েছিল বলে জানান নারদ-প্রধান। ম্যাথুর দাবি, ওই টাকা কেডি সিংহের অর্থ লগ্নি সংস্থা অ্যালকেমিস্টের সল্টলেক অফিস থেকে দেওয়া হয়েছিল। সেই টাকা তৃণমূলের কিছু নেতা-মন্ত্রী ও সাংসদকে দেওয়া হয়েছিল। ওই নেতা ও মন্ত্রীরা কী ধরনের প্রতিশ্রুতির ভিত্তিতে টাকা নিয়েছিলেন, এ দিন তা ম্যাথুর কাছ থেকে বিস্তারিত ভাবে জানতে চান ইডি অফিসারেরা।
ইডি-র এক কর্তার কথায়, ম্যাথুর স্টিং অপারেশনের সবিস্তার তদন্ত শুরু হয়েছে। নিছকই সাংবাদিকতার কারণে ওই স্টিং অপারেশন চালানো হয়েছিল, নাকি তার পিছনে অন্য কোনও কারণ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। নেতা-মন্ত্রীরা যে-ভাবে হাত পেতে টাকা নিয়েছেন, নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে এমন ভাবে টাকা নিতে তাঁরা অভ্যস্ত বলে মনে করছেন ইডি-র তদন্তকারী অফিসারেরা।
এ দিনের জেরায় সব প্রশ্নের জবাব পায়নি ইডি। ওই তদন্ত সংস্থা সূত্রে জানানো হয়েছে, ম্যাথুর সবিস্তার বয়ান সংগ্রহের জন্যই বৃহস্পতিবার আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy