মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
বাম আমলের দেনা মিটিয়ে পরিকাঠামো উন্নয়নে ব্যয় বাড়াচ্ছে রাজ্য। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পরিকাঠামো উন্নয়নে আগামী তিন বছরে বাজেটের বাইরে আরও ১২ হাজার ১৮০ কোটি টাকা খরচ করবে তাঁর সরকার।
শিল্প দফতরের কর্তাদের বক্তব্য, তৃণমূল ক্ষমতায় আসার পর পরিকাঠামো খাতে বাজেট বরাদ্দ বাড়ছে। মমতা এ দিন বলেন, ‘‘২০১০-’১১ সালে এই খাতে বাজেট বরাদ্দ ছিল ২ হাজার ২২৫ কোটি ৭৫ লক্ষ টাকা। ২০১৬-’১৭ সালে তা ছয় গুণ বাড়িয়ে করা হয় ১২ হাজার কোটি টাকা। চলতি আর্থিক বছরে বরাদ্দ হয়েছে ২০ হাজার ১৫৫ কোটি ৬১ লক্ষ টাকা। এর বাইরে ওই অতিরিক্ত অর্থ খরচ করা হবে।’’
পরিকাঠামো উন্নয়নের মূল লক্ষ্য যে রাজ্যে লগ্নি টানা, তা এ দিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘‘এ বছর ও আগামী বছর মিলিয়ে ঋণবাবদ মোট ২ লক্ষ ২৫ হাজার কোটি টাকা কাটবে কেন্দ্র। এই আর্থিক টানাটানির মধ্যেও আমরা পরিকাঠামো খাতে বরাদ্দ বাড়িয়ে চলেছি। কারণ, পরিকাঠামো বাড়লে লগ্নিও বাড়বে।’’ মমতা জানান, মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিই সমস্ত প্রকল্পের কাজ দেখভাল করবে। রাস্তা, সেতু, উড়ালপুল, জলপ্রকল্প, বিদ্যুৎ ও ফসল রাখার গুদাম তৈরিতে বাজেট বরাদ্দের অতিরিক্ত অর্থ খরচ করা হবে।
খরচ-খতিয়ান*
• টবিন রোড, চিড়িয়া মোড় ও সিঁথির মোড়ে আন্ডারপাস ৩০০
• চিড়িয়া মোড় থেকে ডানলপ পর্যন্ত বিটি রোড ছ’লেন ১০০
• মানিকতলার মোড়ে আচার্য প্রফুল্লচন্দ্র রোডে উড়ালপুল ৩৫০
• নিউ মার্কেট-মহাত্মা গাঁধী রোড উড়ালপুল ৩৭৫
• গড়িয়াহাট রোডে উড়ালপুল ২৪৮
• শিয়ালদহ উড়ালপুল থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত র্যাম্প ২১
• সল্টলেক থেকে রাজারহাট যাওয়ার পথে কলেজ মোড়ে উড়ালপুল ১২০
• ইএম বাইপাস থেকে নিউ টাউন পর্যন্ত এলিভেটেড করিডর ৬১০
• মা সেতু থেকে সৈয়দ আমির আলি অ্যাভিনিউ হয়ে ৬৮
গুরুসদয় দত্ত রোড পর্যন্ত উড়ালপুল
• তারাতলা থেকে টালিগঞ্জ, আনোয়ার শাহ রোড হয়ে ২৭০
যাদবপুর ফাঁড়ি পর্যন্ত উড়ালপুল
*কলকাতার প্রকল্প হিসেব কোটি টাকায়
রাজ্যে ইতিমধ্যেই কী ভাবে পরিকাঠামো উন্নয়ন হয়েছে, তার উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কলকাতার সঙ্গে দূরবর্তী জেলাগুলির আকাশপথে যোগাযোগ বেড়েছে। কোচবিহার, মালদহ, বালুরঘাটে ছোট প্লেন চলাচলের ব্যবস্থা করেছি। বেহালা ফ্লাইং ক্লাবের হেলিপ্যাডকেও নতুন ভাবে গড়ে তোলা হচ্ছে। এ ছাড়া, জেলায় জেলায় ২৬টি হেলিপ্যাড তৈরি হয়েছে।’’ এর পাশাপাশি সড়কপথে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ১৫ হাজার নতুন বাস রাস্তায় নেমেছে বলেও তিনি জানান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy