প্রতীকী ছবি।
গৃহহীনদের জন্য বাড়ি, গ্রামাঞ্চলে রাস্তা, কৃষিজমির খাজনা মকুবের ঘোষণার পরে এ বার ব্যাঙ্কিং পরিষেবা। রাজ্যের ব্যাঙ্কহীন প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই সমবায় ব্যাঙ্কের শাখা খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সমবায় দফতর সূত্রের খবর, ৭০০টি গ্রাম পঞ্চায়েতে কোনও রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাঙ্কের শাখা নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে সমবায় দফতরের উদ্যোগে এক বছরে ২৫০টি ব্যাঙ্কহীন গ্রাম পঞ্চায়েত এলাকায় সমবায় ব্যাঙ্কের নতুন শাখা খোলার পরিকল্পনা করা হয়েছে। শাখা খোলার জন্য এক টাকার বিনিময়ে জায়গার ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য। সমবায়মন্ত্রী অরূপ রায় জানান, প্রথম ধাপে নদিয়া, পুরুলিয়া ও মুর্শিদাবাদে সমবায় ব্যাঙ্কের ৩৩টি শাখা খোলা হচ্ছে। তার মধ্যে নদিয়া ও পুরুলিয়ার দু’টি গ্রাম পঞ্চায়েতে দু’টি শাখা খোলা হয়েছে। বাকিগুলিও শীঘ্র চালু হবে। তিনি বলেন, ‘‘যে-সব জেলায় ব্যাঙ্কহীন গ্রাম পঞ্চায়েতের সংখ্যা সব থেকে বেশি, এ ক্ষেত্রে সেগুলোকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।
রাজ্যে ১৭টির ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক বা কেন্দ্রীয় জেলা সমবায় ব্যাঙ্ক। ওই সব সমবায় ব্যাঙ্কের অধীনে আছে বিভিন্ন সমবায় সমিতি এবং তাদের অধীনে স্বনির্ভর গোষ্ঠীগুলি। সম্প্রতি সমবায় দফতরের উদ্যোগে এক সভায় মুখ্যমন্ত্রী রাজ্যের সমবায় ব্যাঙ্ক শিল্পে সংস্কার আনতে মুখ্যসচিব মলয় দে-র নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গড়ার কথাও ঘোষণা করেছেন। আগামী ছ’মাসে সেই কমিটি সমবায় ব্যাঙ্ক ও কর্মী ইউনিয়নগুলির সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর কাছে তাদের সুপারিশ জমা দেবে। অরূপবাবুর দাবি, জেলায় ব্যাঙ্কিং পরিষেবা দিতে নতুন ৫০টি ভ্রাম্যমাণ এটিএম-ও চালু করা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy