Advertisement
০৬ নভেম্বর ২০২৪

মেয়াদ শেষ উপাচার্যের

অধ্যাপক-শিক্ষকদের ধারণা, দায়িত্ব কারও হাতে ন্যস্ত না থাকায় রবিবার থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনার বিষয়টি নিয়ে সংশয় থাকছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ০২:৫৬
Share: Save:

অস্থায়ী উপাচার্যের সময়কাল শেষ হল শনিবার। কিন্তু নতুন উপাচার্য কে হচ্ছেন, সে খবর পেল না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এ দিকে, অস্থায়ী উপাচার্য কাউকে পরিচালনার দায়িত্বভার বুঝিয়ে দেননি বলে অভিযোগ অধ্যাপক-শিক্ষকদের একাংশের।বিশ্বভারতীর উদ্ভাবনী শিক্ষা অধিকর্তা সবুজকলি সেনের কথায়, ‘‘সহকর্মীদের মধ্যে আমি প্রবীণতম। কিন্তু আমাকে দায়িত্ব বুঝিয়ে দেননি স্বপনবাবু।’’

অধ্যাপক-শিক্ষকদের ধারণা, দায়িত্ব কারও হাতে ন্যস্ত না থাকায় রবিবার থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনার বিষয়টি নিয়ে সংশয় থাকছে। প্রশাসনিক জটিলতাও দেখা দিতে পারে। বহু বার ফোন করেও এ দিন স্বপনবাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE