রাজ্যে সরকারি স্তরে চিকিৎসকের ঘাটতি সামলাতে তাঁদের স্বেচ্ছাবসরের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল স্বাস্থ্য দফতর। কিন্তু মঙ্গলবার রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাটের রায়ে তাদের উদ্যোগ ধাক্কা খেল। স্যাট জানিয়েছে, ২০১৪ সালের আগে যে-সব সরকারি চিকিৎসক কর্মজীবনের ২০ বছর পূর্ণ করেছেন, তাঁদের স্বেচ্ছাবসরে কোনও বাধা থাকবে না। ওই সময়ের পরে যাঁদের কর্মজীবনের ২০ বছর পূর্ণ হবে, তাঁরাও উপযুক্ত কারণ দেখালে স্বেচ্ছাবসর পাবেন। সার্ভিস রুলে স্বেচ্ছাবসরের কথা থাকলেও ২০১৪-য় তা তুলে দেওয়া হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় বামপন্থী সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্স’। হাইকোর্ট মামলাটি স্যাটে পাঠিয়ে দেয়। স্যাটের এ দিনের রায়কে নিজেদের জয় হিসেবে দেখছে বাম চিকিৎসক সমিতি। স্বাস্থ্য ভবন জানায়, রায়ের প্রতিলিপি এখনও তাদের কাছে আসেনি। তাই তারা এখনই কোনও মন্তব্য করবে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy