Advertisement
০৬ নভেম্বর ২০২৪

সংখ্যালঘু অস্ত্রেই শান

তৃণমূল সরকারকে বিঁধতে সংখ্যালঘুদের পাল্টা অস্ত্র করল বিজেপি। গুজরাতের চেয়ে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়নে অনেক পিছিয়ে বলে অভিযোগ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ০২:৫৬
Share: Save:

তৃণমূল সরকারকে বিঁধতে সংখ্যালঘুদের পাল্টা অস্ত্র করল বিজেপি। গুজরাতের চেয়ে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়নে অনেক পিছিয়ে বলে অভিযোগ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মহাজাতি সদনের অ্যানেক্স ভবনে দলের সংখ্যালঘু মোর্চার এক সম্মেলনে বুধবার দিলীপবাবু বলেন, ‘‘এ রাজ্যে এক সময়ে ক্ষমতায় ছিল কংগ্রেস, পরে সিপিএম। এখন তৃণমূল শাসক দল। কিন্তু সংখ্যালঘুরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে খালি ফুটবলের মতো ধাক্কা খেয়েছে! শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক বা সামাজিক কোনও ক্ষেত্রেই সংখ্যালঘুদের উন্নতি হয়নি।’’ বাম, কংগ্রেস, তৃণমূল নিজেদের ভোট বৈতরণী পেরোতে সংখ্যালঘুদের শুধুমাত্র ‘ভোটার’ হিসেবেই ব্যবহার করেছে। কিন্তু তাঁদের অধিকার, সুযোগ দেয়নি বলে তাঁর অভিযোগ। এর পরেই গুজরাতের সংখ্যালঘুদের পরিস্থিতি বোঝাতে দিলীপবাবুর দাবি, ‘‘ওই রাজ্যের সংখ্যালঘুরা দেশের মধ্যে সব চেয়ে বেশি সম্পন্ন। তাঁরা বিদেশি গাড়ি চেপে ঘোরেন।’’ সেখানে এ রাজ্যের তৃণমূল জমানায় সংখ্যালঘুরা সরকারি সাহায্য থেকেও বঞ্চিত বলে দিলীপবাবুর বক্তব্য।

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh Minority development BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE