Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
SUCI

SUC: শ্রমিক পরিবারের পাশে দাঁড়ানোর দাবি

দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের অভিযোগ, শ্রমিকদের প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারগুলির ‘অমানবিক দৃষ্টিভঙ্গি’ এই ঘটনায় ফের স্পষ্ট।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ০৬:৫২
Share: Save:

কেরলে কাজ করতে গিয়ে এ রাজ্যের চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় সরকারি ক্ষতিপূরণ এবং পরিযায়ী শ্রমিকদের জন্য উপযুক্ত নীতির দাবি তুলল এসইউসি। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের অভিযোগ, শ্রমিকদের প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারগুলির ‘অমানবিক দৃষ্টিভঙ্গি’ এই ঘটনায় ফের স্পষ্ট। তাঁর দাবি, মৃত চার শ্রমিকের পরিবারগুলির আর্থিক দায়িত্ব ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি, দেশ জুড়ে অসংগঠিত ও পরিযায়ী শ্রমিকদের মজুরি ও নিরাপত্তার বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে উপযুক্ত নীতি নির্ধারণ ও তা কার্যকরী করতে সক্রিয় হতে হবে। সরকাররের কাছে মৃত শ্রমিকদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ এবং তাদের দায়িত্ব নেওয়ার দাবি জানিয়েছেন ডিওয়াইও-র রাজ্য সম্পাদক মলয় পালও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SUCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE