নারদা-কাণ্ডে শেষ পর্যন্ত পুরোদস্তুর আইনি মোকাবিলার পথেই যাচ্ছে রাজ্যের শাসক দল। সব ঠিক থাকলে আজ, সোমবারই সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন দায়ের হতে চলেছে রাজ্য সরকার এবং অভিযুক্ত নেতা-মন্ত্রীদের তরফে। সম্ভবত কেন্দ্রের এক প্রাক্তন মন্ত্রীকে আইনজীবী হিসাবে তৃণমূলের হয়ে সওয়াল করতে দেখা যেতে পারে। রাজ্য সরকারের পক্ষে দাঁড়ানোর কথা আর এক দুঁদে আইনজীবীর। যিনি সিঙ্গুরের মতো মামলায় রাজ্যের পক্ষে লড়েছেন।
কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের কড়া সমালোচনা করে নারদ-তদন্তের ভার সিবিআইকে দেওয়ার পরেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য পুলিশকে হাইকোর্ট তদন্ত করতেই দেয়নি। আর দল হিসাবে তৃণমূলের অভিযোগ, কিছু প্রমাণিত হওয়ার আগেই নেতা-মন্ত্রীরা দুর্নীতিতে জড়িত, এমনটাই বলে দেওয়া হয়েছে। এই বিষয়ে তারা সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ চাইবে।
নারদ-কাণ্ডে সুপ্রিম কোর্টে মামলার প্রস্তুতি হিসাবে একাধিক প্রথম সারির আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলেছেন তৃণমূলের নেতা-সাংসদেরা। দলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রবিবারও এই ব্যাপারে সক্রিয় ছিলেন। তবে দলনেত্রীর লাইন মেনে সর্বোচ্চ আদালতে দরবার করতে গেলেও তৃণমূলেই একাংশের আশঙ্কা, সেখানে আবেদন খারিজ হলে আর মুখ বাঁচানোর জায়গা থাকবে না! সুপ্রিম কোর্ট সচরাচর কোনও তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় না। নারদ-কাণ্ডের ফুটেজে জালিয়াতি নেই বলে হাইকোর্ট জানিয়ে দেওয়ায় আইনি লড়াই আরও কঠিন হয়েছে বলেই শাসক দলের একাংশের অভিমত।
মামলার পথে মোকাবিলার চেষ্টা করলেও নারদ-কাণ্ড যে দলকে যারপরনাই অস্বস্তিতে ফেলেছে, তার ইঙ্গিত এ দিনই বেরিয়ে এসেছে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যে। নদিয়ার বগুলায় জেলা তৃণমূলের বর্ধিত সভায় পার্থবাবু নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, “খেয়াল রাখবেন, কারও বিরুদ্ধে যেন দুর্নীতির অভিযোগ না থাকে। আমরা খেতে না পাই কিন্তু দুর্নীতির অভিযোগ যেন না ওঠে! দলের কয়েক জন লোক এমন করবে আর তার জন্য দল মরবে, এটা হতে পারে না!” যার প্রেক্ষিতে দলেরই একাংশের প্রশ্ন, তা হলে কয়েক জনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় গোটা দলই আইনি লড়াইয়ে যাচ্ছে কেন!
পরে পার্থবাবু অবশ্য প্রশ্নের জবাবে বলেছেন, ‘‘নারদ-কাণ্ড বিচারাধীন বিষয়। এই নিয়ে কোনও মন্তব্য করব না।” তাঁর দাবি, সাধারণ ভাবেই যা বলার, বলেছেন। নারদ-কাণ্ডের জন্য নয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy