Advertisement
০৯ নভেম্বর ২০২৪
মেয়রের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ নান্টুর

বিতর্কে মৌসুমী-টুম্পার অনুষ্ঠান

বোর্ড মিটিংয়ে না-জানিয়ে খুশি মতো অনুষ্ঠানের আয়োজন করা নিয়ে শিলিগুড়ির মেয়রের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা নান্টু পাল। ওই অভিযোগে আগামী ২০ ফেব্রুয়ারি শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে পুরসভার তরফে মৌসুমী কয়াল এবং টুম্পা কয়ালদের নাগরিক সংবর্ধনা জানানোর অনুষ্ঠান বয়কট করার কথা জানিয়েছেন তিনি।

সংবর্ধনা দেওয়া হবে মৌসুমী ও টুম্পা কয়ালকে। তারই প্রচার পুরসভার গেটে। ছবি: বিশ্বরূপ বসাক।

সংবর্ধনা দেওয়া হবে মৌসুমী ও টুম্পা কয়ালকে। তারই প্রচার পুরসভার গেটে। ছবি: বিশ্বরূপ বসাক।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১০
Share: Save:

বোর্ড মিটিংয়ে না-জানিয়ে খুশি মতো অনুষ্ঠানের আয়োজন করা নিয়ে শিলিগুড়ির মেয়রের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা নান্টু পাল।

ওই অভিযোগে আগামী ২০ ফেব্রুয়ারি শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে পুরসভার তরফে মৌসুমী কয়াল এবং টুম্পা কয়ালদের নাগরিক সংবর্ধনা জানানোর অনুষ্ঠান বয়কট করার কথা জানিয়েছেন তিনি। সোমবার মেয়র অশোক ভট্টাচার্য পুরভবনে সাংবাদিক বৈঠক করে ওই সংবর্ধনা অনুষ্ঠানের কথা জানানোর পর নান্টুবাবুও তাঁদের তরফে ওই অনুষ্ঠান বয়কট করার কথা জানিয়ে দেন। তৃণমূলেরই একাংশের দাবি, এই ভাবে মৌসুমী-টুম্পাদের অনুষ্ঠান এড়ালেন নান্টুবাবু।

অশোকবাবু বলেন, ‘‘সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে রাজনীতির কোনও ব্যাপার নেই। রাজনীতি করার অনেক জায়গা রয়েছে। অতীতে রাহুল দ্রাবির, সৌরভ গঙ্গোপাধ্যায়, সানিয়া মির্জা, হেমন্ত মুখোপাধ্যায়ের মতো অনেক ব্যক্তিত্বকেই সংবর্ধনা জানানো হয়েছে। এই সময়ে মৌসুমী কয়াল, টুম্পা কয়ালদের সংবর্ধনা জানানো আমাদের দায়িত্ব, কর্তব্য।’’

অনুষ্ঠানে ওয়ার্ড কমিটি বা উৎসাহী অন্যান্য সংগঠন, ক্লাব, ব্যক্তিরা সংবর্ধনা জানাতে পারবেন। অনুষ্ঠানে থাকার কথা অম্বিকেশ মাহাপাত্র, অরুণাভ গঙ্গোপাধ্যায়েরও। ‘আক্রান্ত আমরা’ নামে তাঁদের সংগঠনের পক্ষে তাঁরা আসছেন। প্রতিবাদী মুখ হিসাবেই ওই অনুষ্ঠানে তাদের সামিল করা হচ্ছে বলে জানা গিয়েছে।

নান্টুবাবু বলেন, ‘‘মানুষের করের টাকায় সংবর্ধনা দিতে গেলে পুরবোর্ডে সিদ্ধান্ত নিয়েই কিছু করা উচিত। অথচ তিনি এ সব দলীয় রাজনীতির অনুষ্ঠান করছেন পুরসভার টাকায়। বিরোধীদের সঙ্গে কথা না বলে এ সব করা হচ্ছে। কথা না বলে কার্ডে নাম ছাপিয়ে তিনি আমাদের অপমান করছেন। আমরা এর বিরোধিতা করছি। ওই অনুষ্ঠান বয়কট করছি।’’ বিরোধীদের অভিয়োগ, আগের একাধিক সেমিনার করেছেন অশোকবাবু। সে সবের হিসাব দিচ্ছেন না। উন্নয়ন কাজ করতে তিনি ব্যর্থ। কেবল চমক দেওয়ার চেষ্টা করছেন। নান্টুবাবুর দাবি, ‘‘এর পর তো ওনার হাতে পুরসভাক ক্ষমতা থাকবে না।’’

মেয়র জানান, নাগরিকসভাকে উন্নয়ন কাজ কী কী হয়েছে, ভবিষ্যতে কী হবে তা তুলে ধরা হবে। বস্তি উন্নয়ন, স্বনির্র গোষ্ঠী গঠন, প্রশিক্ষণ, স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে কাজ হচ্ছে। পুরসভার আর্থিক পরিস্থিতি রাজ্যের কাছে পাওনা, কর আদায় পরিস্থিতি সবই সেখানে জানানো হবে। একই দিনে অনুষ্ঠানের অঙ্গ হিসাবে মৌসুমী কয়াল, টুম্পা কয়ালদের সংবর্ধনা জানানো হবে।

মেয়র বলেন, ‘‘কামদুনিতে ছাত্রীর উপর পাশবিক অত্যাচার এবং খুন করায় অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলনের মুখ ওই দুই জন। সঙ্গে টুম্পার মা মলিনা কয়ালেরও আসার কথা। তিনি টুম্পাদের উৎসাহ দিয়েছেন। গত ১০ ফেব্রুয়ারি কামদুনিতে গিয়ে তাদের সঙ্গে দেখা করে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। তাঁরা খুশি।’’

অন্য বিষয়গুলি:

state news mousumi tumpa kamduni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE