শান্তিনিকেতনে পৌষ মেলার প্রস্তুতি। —ফাইল চিত্র
ফের অনলাইনে পৌষমেলার স্টল বুকিংয়ের ক্ষেত্রে জটিলতা দেখা দিল। সোমবার রাত থেকেই মেলার স্টল বুকিংয়ের ওয়েবসাইটটিতে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ। বিশ্বভারতী কর্তৃপক্ষ অবশ্য সমস্যা দ্রুত মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ওয়েবসাইটটি খুলতে সমস্যা হচ্ছিল। এর ফলে কলকাতা-সহ আশপাশের এলাকা থেকে যে সমস্ত ব্যবসায়ী মেলায় স্টল করবেন বলে অনলাইনের মাধ্যমে বুক করতে চাইছেন তাঁরা তা করতে পারছেন না। ফলে উদ্বেগে পড়েছেন ওই ব্যবসায়ী। এর আগেও অনলাইনে বুক করার ব্যবস্থা নিয়ে বিভ্রাটের অভিযোগ উঠেছিল। যদিও বিশ্বভারতীর দাবি, মেলায় স্টল বুক করতে হলে অনলাইনেই তা করতে হবে। বিশ্বভারতী সূত্রে খবর, এখনও পর্যন্ত অনলাইনে ২০০-র কাছাকাছি স্টল বুক করা হয়েছে। যদিও এর মধ্যেও অনেক ব্যবসায়ীরই এখনও পর্যন্ত স্টলের জায়গা নিশ্চিতভাবে বুকিং করার কাজ সম্পন্ন হয়নি বলে অভিযোগ। ব্যবসায়ীদের ক্ষোভ, এ বছর স্টলের ভাড়ার অতিরিক্ত বৃদ্ধি ও সিকিউরিটি মানি জমা রাখার কারণে অনেকেই মেলায় স্টল
বসাতে চাইছেন না। সে কারণে অন্য বারের মতো মেলার পুরো মাঠ ভর্তি হবে কি না তা নিয়েই সংশয় রয়েছে। হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন মেলার। এরমধ্যে অনলাইনে সমস্যার কারণে বেশ কিছু ব্যবসায়ী মঙ্গলবারও স্টল বুকিং করতে পারেননি।
কলকাতা থেকে আসা ব্যবসায়ী অরূপ মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রতি বছর আমরা মেলায় নানা খেলনার সামগ্রী নিয়ে স্টল করি। কিন্তু এ বছর পৌষ মেলা নিয়ে নানা সমস্যার কারণে এখনও স্টল বুকিং করতে পারিনি। আজকেও অনলাইনে বুক করতে গিয়ে দেখি, প্রথমে অনলাইনের বুকিংয়ের পেজটি অনেকক্ষণ পর খুললেও কোনওভাবেই বুক করা যাচ্ছে না।’’ একইভাবে সমস্যায় পড়েছেন মেলায় স্টল বুক করতে আসা ইলামবাজারের তাপস দাস। বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকারের আশ্বাস, ‘‘মঙ্গলবার রাতের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy