লন্ডনের হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিটেনযাত্রার সময় পিছিয়ে গিয়েছিল। অবশেষে শনিবার সন্ধ্যার বিমানে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী। রবিবার সকালে (লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী সকাল, ভারতীয় সময় অনুযায়ী দুপুর) হিথরোতেই নামবে মমতার উড়ান। আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্যাটউইক বিমানবন্দরে নামার কথা ভাবা হয়েছিল। কিন্তু এখন হিথরোতেই নামবেন মমতা।
প্রথমে ঠিক ছিল শনিবার সকালের বিমানে ব্রিটেনের উদ্দেশে রওনা হবেন মমতা। কিন্তু হিথরোয় বিপর্যয়ের পর তা স্থগিত হয়ে যায়। দীর্ঘ ১৮ ঘণ্টা হিথরোয় বিমান ওঠানামা বন্ধ থাকার পর তা স্বাভাবিক হতে শুরু করেছে।
পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে যায়। তার ফলে বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটে। তারই জেরে শুক্রবার সারা দিনের জন্য বিমান ওঠানামা বন্ধ থাকে হিথরোয়। হিথরো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট (লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী) পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র প্রতিবেদন অনুসারে, হিথরো বিমানবন্দর বন্ধ থাকায় শুক্রবার অন্তত ১,৩৫১টি বিমান বাতিল করা হয়েছে।
আরও পড়ুন:
হিথরো ব্রিটেনের ব্যস্ততম বিমানবন্দর। সপ্তাহ শেষে সেখানে বিমান ওঠানামার চাপ অন্য দিনের তুলনায় বেশি থাকে। সে কারণেই আরও বেশি সংখ্যক বিমান বাতিল হয়েছে। শুধু হিথরো নয়। বিদ্যুৎ বিপর্যয়ের জেরে পশ্চিম লন্ডনের বড় অংশে বিদ্যুৎ পরিষেবা ছিল না। তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী রওনা হচ্ছেন শনিবার সন্ধ্যার বিমানে।
লন্ডনে সোমবার থেকেই মমতার কর্মসূচি রয়েছে। ওই দিন ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। মঙ্গলবার রয়েছে বাণিজ্য সম্মেলন। বুধবার হওয়ার কথা সরকারি স্তরে বাণিজ্য-বৈঠক। আগামী বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। আগামী শুক্রবার তাঁর লন্ডন থেকে কলকাতায় রওনা হওয়ার কথা।
- অক্সফোর্ডেই ব্রিটেন সফরের শেষ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে তিনি বক্তা। পৌঁছে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ে। সঙ্গে কর্তৃপক্ষের জন্য উপহার।
- বাণিজ্য সম্মেলনের মাঝেই বাংলার ফুটবলপ্রেমীদের জন্য সুখবরটা এল। গত চার বারের ইপিএল চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি ক্লাব যুক্ত হতে চলেছে কলকাতার ফুটবলের ভবিষ্যৎ তৈরির কর্মকাণ্ডে। মউ সই হল লন্ডনে।
- গান্ধী হলে মমতা যেখানে বসেছিলেন, তার প্রেক্ষাপটে ছিল মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব প্রতিকৃতি। বক্তৃতার শুরুতেই মুখ্যমন্ত্রী ভারতের সেই ভিতের কথাই উল্লেখ করেন, যা আসলে গান্ধীর ভারতদর্শন।
-
বিলেত থেকে কলকাতায় ফিরে এলেন মুখ্যমন্ত্রী, এ বার ব্যস্ততা শুরু হবে ইদ নিয়ে, ছ’দিনের ইংল্যান্ড সফর নিয়ে সন্তুষ্ট মমতা
-
অক্সফোর্ডে বিক্ষোভকারীদের বার করে দিতে তিনিই নিষেধ করেছিলেন, শান্ত হয়ে প্রশ্ন করলে জবাবও দিতেন, বললেন মমতা
-
অক্সফোর্ডে বক্তৃতা: লন্ডনের হোটেল থেকে রওনা দিলেন মমতা, যাচ্ছেন সৌরভও, ‘ব্যাট হাতে প্রস্তুত’ মুখ্যমন্ত্রী
-
হোমওয়ার্ক করে বাণিজ্যের মানদণ্ড নিয়ে ব্রিটিশদের দরবারে মমতা, শিল্প সম্মেলনের বক্তৃতায় ছুঁলেন সাফল্য ও উন্নয়নের বিভিন্ন বিন্দু
-
কলকাতায় ফুটবল স্কুল খুলছে ম্যান সিটি। লন্ডনে রবিঠাকুরের গানে মমতা। সোনার চেয়েও দামি এবং ঠান্ডায় নো পাকামি