তাঁর লন্ডন সফরের সময়েও তিনি সর্বক্ষণ সংযোগে থাকবেন। রাজ্যের মানুষের উদ্দেশে এই বার্তা দিয়েই ব্রিটেনের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য মমতার ব্রিটেনযাত্রার সময় প্রায় ১২ ঘণ্টা পিছিয়ে গিয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, এই বিপর্যয়ের জেরে গোটা সফরসূচিতেই প্রভাব পড়েছে। সারা রাত-দিন বিমানযাত্রা করতে হবে। কলকাতা থেকে প্রথমে দুবাই যাবেন মুখ্যমন্ত্রী। তার পর সেখান থেকে লন্ডনের বিমান ধরবেন।
বিমানবন্দরে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘চার-পাঁচ দিনের জন্য আমরা যাচ্ছি। কিন্তু সর্ব ক্ষণ আমার সঙ্গে সংযোগ থাকবে। বাংলার মা-মাটি-মানুষকে বলব, আপনারা ভাল থাকবেন।’’ লন্ডনে সোমবার থেকেই মমতার কর্মসূচি রয়েছে। ওই দিন ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। মঙ্গলবার রয়েছে বাণিজ্য সম্মেলন। বুধবার হওয়ার কথা সরকারি স্তরে বাণিজ্য-বৈঠক। আগামী বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।
মমতা যে ক’দিন ব্রিটেন সফরে থাকবেন, সেই সময়ে সরকার ও প্রশাসনের কাজ সামলানো, সমন্বয় করার বিষয়ে তিনি একটি টাস্কফোর্স গঠন করে দিয়েছেন। তাতে রেখেছেন ভূমি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার, অর্থসচিব প্রভাত মিশ্র, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে। পাঁচ জন মন্ত্রীকে সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন মমতা। তাঁরা হলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম।
আরও পড়ুন:
প্রথমে ঠিক ছিল শনিবার সকালের বিমানে ব্রিটেনের উদ্দেশে রওনা হবেন মমতা। কিন্তু হিথরোয় বিপর্যয়ের পর তা স্থগিত হয়ে যায়। পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে যায়। তার ফলে বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটে। তারই জেরে শুক্রবার সারা দিনের জন্য বিমান ওঠানামা বন্ধ থাকে হিথরোয়। হিথরো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট (লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী) পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র প্রতিবেদন অনুসারে, হিথরো বিমানবন্দর বন্ধ থাকায় শুক্রবার অন্তত ১,৩৫১টি বিমান বাতিল করা হয়েছে। হিথরো ব্রিটেনের ব্যস্ততম বিমানবন্দর। সপ্তাহ শেষে সেখানে বিমান ওঠানামার চাপ অন্য দিনের তুলনায় বেশি থাকে। সে কারণেই আরও বেশি সংখ্যক বিমান বাতিল হয়েছে। শুধু হিথরো নয়। বিদ্যুৎ বিপর্যয়ের জেরে পশ্চিম লন্ডনের বড় অংশে বিদ্যুৎ পরিষেবা ছিল না।
রবিবার সকালে (লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী সকাল, ভারতীয় সময় অনুযায়ী দুপুর) হিথরোতেই নামবে মমতার উড়ান। আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্যাটউইক বিমানবন্দরে নামার কথা ভাবা হয়েছিল। কিন্তু এখন হিথরোতেই নামবেন মমতা।