Advertisement
২৪ মার্চ ২০২৫
ইডেনে উদ্বোধনের মঞ্চে (বাঁ দিক থেকে) রিঙ্কু সিংহ, শাহরুখ খান ও বিরাট কোহলি।

ইডেনে উদ্বোধনের মঞ্চে (বাঁ দিক থেকে) রিঙ্কু সিংহ, শাহরুখ খান ও বিরাট কোহলি। ছবি: পিটিআই।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১২:৫১
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৯:০৬ key status

জাতীয় সঙ্গীত দিয়ে শেষ উদ্বোধন

সকলের শেষে হল জাতীয় সঙ্গীত। তাতে গলা মেলাল পুরো ইডেন। শেষ হল এ বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। 

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৯:০৫ key status

ট্রফি নিয়ে মঞ্চে কলকাতা ও বেঙ্গালুরুর অধিনায়ক, কাটা হল কেক

ট্রফি নিয়ে মঞ্চে উঠলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদার। সেখানে তাঁরা জানিয়ে দিলেন, দলকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে নামবেন। কোহলিকে ১৮ বছরের জন্য একটি বিশেষ স্মারক তুলে দেওয়া হল। তার পরে কেক কাটলেন সকলে। 

Advertisement
timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৯:০৩ key status

বোর্ডকর্তারা উঠলেন মঞ্চে

একে একে বোর্ডকর্তাদের মঞ্চে ডেকে নিলেন শাহরুখ। বোর্ড সভাপতি রজার বিন্নী, সচিব দেবজিৎ শইকীয়া, আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লেরা ছিলেন সেখানে। শ্রেয়া, দিশা ও করণকে ডেকে নেন শাহরুখ। 

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৯:০১ key status

ইডেনে দেখল একসঙ্গে তিন জনের নাচ

রিঙ্কু ও কোহলির সঙ্গে নাচলেন শাহরুখ। প্রথমে ‘লুট পুট গয়া’ গানে নাচলেন রিঙ্কু ও শাহরুখ। তা দেখে হেসে ফেলেন কোহলি। পরে ‘পাঠান’ গানে নাচেন কোহলি ও শাহরুখ। তাঁদের নাচ দেখে গোটা ইডেন হাততালি দিয়ে ওঠে। 

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৮:৫৯ key status

ওল্ড, গোল্ড ও বোল্ডের দ্বৈরথ

মঞ্চে কোহলি ও রিঙ্কুকে প্রশ্ন করেন শাহরুখ। কোহলির কাছে জানতে চান, তাঁদের গোল্ড জেনারেশন (সোনার প্রজন্ম)-এর মতো কি নতুন প্রজন্ম (বোল্ড জেনারেশন) হতে পারবে? জবাবে কোহলি বলেন, নতুন প্রজন্ম যতই ভাল হোক না কেন, তাঁরা থেকে যাবেন। রিঙ্কু আবার পাল্টা বলেন, তাঁরাও কোনও অংশে কম নন। তখন শাহরুখ মজা করে বলেন, গোল্ড ও বোল্ড-এর মধ্যে তিনি ওল্ড জেনারেশনের সদস্য। তা শুনে সকলে হেসে ফেলেন।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৮:৪৮ key status

কোহলি, রিঙ্কুকে ডেকে নিলেন শাহরুখ

নাচ, গানের পর আবার মঞ্চে উঠলেন শাহরুখ। প্রথমেই বিরাট কোহলিকে ডেকে নিলেন তিনি। তার পর কেকেআরের রিঙ্কু সিংহকে ডাকলেন তিনি।

Advertisement
timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৮:৪৬ key status

ইডেনে অ্যানামরফিক প্রোজেকশন

ইডেনে দেখা গেল অ্যানামরফিক প্রোজেকশন। তার মাধ্যমে প্রতিটি দলের লোগো ফুটে উঠল মাঠে। 

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৮:৩৬ key status

গান গাইছেন করণ আউজলা

দিশার নাচের পর গান গাইতে উঠলেন রকস্টার করণ আউজলা। নিজের জনপ্রিয় সব গান গাইলেন তিনি। ‘তওবা তওবা’ গাইতেও শোনা গেল তাঁকে। শেষ গানে করণের সঙ্গে কোমর দোলালেন দিশা। 

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৮:৩২ key status

নাচ দিশা পাটানির

শ্রেয়া ঘোষাল গান গেয়ে যাওয়ার পর নাচতে উঠলেন দিশা পটানি। তাঁর নিজের ছবির গানে নাচতে দেখা গেল বলিউডের নায়িকাকে। 

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৮:২৬ key status

প্রতিটি দলের জন্য আলাদা গান গাইলেন শ্রেয়া

আইপিএলের ১০টি দলের জন্য ১০টি আলাদা গান গাইলেন শ্রেয়া। সব শেষে তাঁকে সুরকার এআর রহমানের গাওয়া ‘বন্দেমাতরম’ গাইতে শোনা গেল। ইডেন মাতিয়ে দিলেন বাঙালি গায়িকা। 

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৮:২২ key status

আমির, শাহরুখের ছবির গান গাইলেন শ্রেয়া

বলিউডের দুই খান আমির ও শাহরুখের ছবির গান গাইতে শোনা গেল শ্রেয়াকে। আমির খানের ‘রং দে বসন্তী’ ছবির গান গাইলেন তিনি। পরে শাহরুখের ‘ওম শান্তি ওম’ ছবির গানও গাইতে শোনা গেল ভারতীয় শিল্পীকে। 

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৮:১৯ key status

গান গাইছেন শ্রেয়া ঘোষাল

ইডেনে গান গাইছেন শ্রেয়া ঘোষাল। প্রথমে তাঁর বিখ্যাত ‘তুমি যে আমার’ দিয়ে শুরু করেন শ্রেয়া। তার পরে ‘সঞ্জু’ ছবির ‘কর ময়দান ফতে’, ‘পুষ্পা ২’ ছবির ‘স্বামী’ গাইতে দেখা যায় তাঁকে। শ্রেয়ার কণ্ঠের জাদুতে মাতোয়ারা হয়ে উঠলেন ইডেনের দর্শকেরা। ‘ভাগ মিলখা ভাগ’ ছবির ‘জ়িন্দা’ গাইতেও শোনা গেল শ্রেয়াকে। 

cricket

মঞ্চে গাইছেন শ্রেয়া ঘোষাল। ছবি: সমাজমাধ্যম

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৮:১৩ key status

নতুন মরসুমের সূচনা করলেন শাহরুখ

আইপিএলের নতুন মরসুমের সূচনা করলেন শাহরুখ। তাঁর মুখে শোনা গেল প্রতিযোগিতার ১০টি দলের নাম। নতুন মরসুমে আরও লড়াই দেখা যাবে, এমনটাই আশা তাঁর। ইডেনের দর্শকদের প্রশংসা শোনা গেল তাঁর মুখে। শ্রেয়া ঘোষালকে গান গাওয়ার জন্য ডেকে নিলেন শাহরুখ। 

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৭:৪৭ key status

শুরু হল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

আইপিএলের ১৮তম মরসুমের উদ্বোধনী অনুষ্ঠান শুরু। গত বার কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ায় এ বার কলকাতার ইডেন গার্ডেন্সে হচ্ছে উদ্বোধন। মঞ্চে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন শাহরুখ খান। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy