বুধবার সকালে উল্টোডাঙা থানা এলাকার বেলগাছিয়া রোডের একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে মারা গেলেন এক যুবক। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম জয় মুখোপাধ্যায় (৩২)। তাঁর বাড়ি লেক টাউনে। তিনি সিইএসসির বিপণন বিভাগের কর্মী ছিলেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। তাঁর অফিসের পাশেই আটতলা ওই বহুতল। সেখানে অনেকগুলি পটেল পরিবার থাকেন। পুলিশের অনুমান, এ তথ্য জয় আগে থেকেই জানতেন। এমনকী এর আগেও কয়েকবার তিনি ওই বাড়িতে গিয়েছেন বলেও মনে করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এ দিন সকালে ওই বাড়িতে ঢোকার আগে বাড়ির চারপাশে ভাল করে ঘুরে দেখেন তিনি। তার পরে সকাল প্রায় পৌনে ন’টা নাগাদ ওই বহুতলের একটি ফ্ল্যাটে যাবেন বলে নিরপত্তারক্ষীদের অনুমতি নিয়ে ওপরে ওঠেন।
আরও পড়ুন: অস্বাভাবিক মৃত্যু পূর্ত দফতরের কর্মীর, প্রশ্ন
পুলিশকে নিরাপত্তারক্ষীরা জানান, নিজের পরিচয়পত্র দেখিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন ওই ফ্ল্যাটে বসবাসকারী এক পটেল পরিবারের সঙ্গেই তিনি দেখা করতে চান।
কিন্তু কোনও ফ্ল্যাটে না গিয়ে জয় সোজা বহুতলের ছাদে উঠে যান। সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তবে সমস্ত বহুতলের ছাদের দরজা সাধারণত বন্ধ থাকার কথা। এই ছাদটির দরজা কেন খোলা ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। নিরাপত্তারক্ষীরা জানান, বাসিন্দারা যাতে ছাদে গিয়ে জামাকাপড় শুকোতে দিতে পারেন, তার জন্য সকাল থেকে ছাদের দরজা খোলা রাখা থাকে। সন্ধ্যায় তা বন্ধ করে দেওয়া হয়। পুলিশের অনুমান, এই তথ্যও সম্ভবত জয়ের জানা ছিল। মাথায় গুরুতর চোট পান জয়। আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বহুতলের ছাদ থেকে এই যুবকের জুতো-মোজা ছাড়াও পুলিশ তাঁর একটি ব্যাগও উদ্ধার করেছে। বহুতলের সিসিটিভি থেকে পুলিশ ঘটনার সমস্ত তথ্য সংগ্রহ করেছে। আত্মহত্যা-র কারণ এখনও জানা যায়নি।