রাজ্য জুড়ে ‘জাল ও বাতিল’ ওষুধের রমরমার অভিযোগ তুলে আগেই পথে নেমেছে সিপিএম। এ বার সেই অভিযোগে কলকাতায় ড্রাগস কন্ট্রোলের অফিসের সামনে সোমবার বিক্ষোভ দেখাল কংগ্রেস।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ, “হাসপাতালে সরকারের ন্যায্যমূল্যের ওষুধের দোকানেও বাতিল ওষুধ বিক্রি হচ্ছে। প্রাণহানি বা দুর্ঘটনা হলে, কে দায় নেবে? বাতিল ওষুধগুলি বাজার থেকে সম্পূর্ণ ভাবে বাজেয়াপ্ত করতে হবে।” ন্যায্যমূল্যের দোকানগুলিতে মজুত ওষুধ নিয়মিত পরীক্ষা করা এবং এই বিষয়ে রাজ্য সরকারের পদক্ষেপ দাবি করেছেন কংগ্রেস নেতৃত্ব। ড্রাগস কন্ট্রোলের দফতরে আধিকারিকদের সঙ্গে বৈঠক এ দিন তাঁদের ওই করে দাবি-দাওয়ার কথা তুলে ধরেছেন কংগ্রেসের প্রতিনিধিরা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)