Advertisement
০৫ নভেম্বর ২০২৪
State news

ধর্ম যার যার, পয়লা বৈশাখ বাঙালির সবার

গতকাল বাংলাদেশে যে সুর বেজেছিল, সেই সুরই আজ ধ্বনিত হল পশ্চিমবঙ্গে। রাজ্য জুড়ে সম্প্রীতির ডাক নিয়ে শুরু হল বাংলা নতুন বছর।

যাদবপুর বিশ্ববিদ্যালের সামনে নববর্ষের অনুষ্ঠান। ছবি: দিগঙ্গনা চৌধুরী।

যাদবপুর বিশ্ববিদ্যালের সামনে নববর্ষের অনুষ্ঠান। ছবি: দিগঙ্গনা চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ১২:৩৯
Share: Save:

গতকাল বাংলাদেশে যে সুর বেজেছিল, সেই সুরই আজ ধ্বনিত হল পশ্চিমবঙ্গে।

রাজ্য জুড়ে সম্প্রীতির ডাক নিয়ে শুরু হল বাংলা নতুন বছর। নববর্ষ ১৪২৪-কে স্বাগত জানাতে সকাল থেকেই তাই নানা অনুষ্ঠান, শোভাযাত্রায় মেতে উঠেছে কলকাতা থেকে শুরু করে রাজ্যের সব জেলা।

কলকাতায় সকাল ৮টায় পার্ক স্ট্রিট জাদুঘর থেকে ভাষাও চেতনা সমিতি-সহ আরও কয়েকটি সংগঠনের মিছিল রবীন্দ্র সদন পর্যন্ত যায়। এই মিছিলের মূল বক্তব্য ছিল ‘ধর্ম যার যার, দেশ সবার’। ওই সময়েই যাদবপুরের গাঙ্গুলিবাগান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত আরও একটি শোভাযাত্রা বের হয়। বাংলার নববর্ষ উদযাপন কমিটি এই শোভাযাত্রার আয়োজন করেছিল। নাটক, গান-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ছিল যাদবপুর।

নববর্ষ উপলক্ষে বিকেল ৪টেয় কলেজ স্কোয়ারে নববর্ষ জুলুস সংগঠনের তত্ত্বাবধানে একটি অনুষ্ঠান হয়। শ্রীরামপুর গাঁধী ময়দানেও বাংলাদেশের কায়দায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল বিকেল ৪টে-তেই।

দেখুন ভিডিও:

নববর্ষ উপলক্ষে টুইট করে সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি সকালেই কালীঘাটে পুজো দেন।

আরও পড়ুন: মিষ্টি পাঠালেন মমতা, বঙ্গে এসে রাজনাথ বিষহীনই

শ্রীভূমিতে তৃণমূল বিধায়ক সুজিত বসু একটি শোভাযাত্রার আয়োজন করেছিলেন। আমন্ত্রিত ক্রিকেটার মাইকেল ক্লার্ক ঢাক বাজিয়ে সেই শোভাযাত্রার শুরু করেন। এ ছাড়াও সারা দিন ধরেই বাঙালি মেতে থাকছেন ছোট বড় নানা অনুষ্ঠানে। সঙ্গে খাওয়া-দাওয়া তো থাকছেই।

অন্য বিষয়গুলি:

Poila boishakh Festival
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE