পাঁচ-পাঁচটি চার্জশিট পেশের পরে অবশেষে সারদা মামলায় চূড়ান্ত চার্জশিট দিতে কোমর বাঁধছে সিবিআই। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে নির্দেশ এসেছে। চূড়ান্ত চার্জশিট পেশ করা হতে পারে মাস দেড়েকের মধ্যেই। তৃণমূলের খরচের খতিয়ান আবার খুঁটিয়ে দেখা হচ্ছে। তার জন্য দিল্লি ও পটনার কিছু চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ১৯ জুন সিবিআইয়ের বিশেষ অধিকর্তা কলকাতায় আসেন। তার পরেই ফের তেড়েফুঁড়ে শুরু হয় তদন্ত। লোকসভা ভোটের আগে সারদা তদন্তে এই তৎপরতা নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy