Advertisement
০৫ নভেম্বর ২০২৪

সিবিআইয়ের জেরা এমপিএসে

এমপিএসের সম্পত্তির দলিলের হদিস পেতে ওই লগ্নি সংস্থার ডিরেক্টরদের জেরা করতে পারে সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে, দলিল খুঁজে বার করতে সিবিআই প্রয়োজনে ডিরেক্টরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারে।

কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ০২:৪৫
Share: Save:

এমপিএসের সম্পত্তির দলিলের হদিস পেতে ওই লগ্নি সংস্থার ডিরেক্টরদের জেরা করতে পারে সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে, দলিল খুঁজে বার করতে সিবিআই প্রয়োজনে ডিরেক্টরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারে। হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ এমপিএসের আমানতকারীদের টাকা ফেরত দিতে গত বছর একটি কমিটি গড়ে দেয়। প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদার সেই কমিটির প্রধান। কমিটির কাজের তদারক করছে হাইকোর্ট। বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সংস্থার সব স্থাবর সম্পত্তির দলিল ওই কমিটির হাতে তুলে দেওয়া হয়নি বলে আদালত সূত্রের খবর।

অন্য বিষয়গুলি:

property investment MPS CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE