দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।
বাংলার পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ স্থির করতে দিল্লিতে বৈঠক ডাকল বিজেপি। কলকাতা হাইকোর্টেও ফের চ্যালেঞ্জ জানানো হল রাজ্য সরকারকে। বিজেপির রাজ্য নেতাদের নিয়ে মঙ্গলবার বৈঠকে বসছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। কলকাতাতেও মঙ্গলবারই শুনানি হতে চলেছে বিজেপির দায়ের করা মামলার।
রথযাত্রার অনুমতি দেওয়া হচ্ছে না— শনিবার রাতেই বিজেপি দফতরে ফ্যাক্স ও চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছিল রাজ্য প্রশাসন। তার পর থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ অন্য নেতারা একাধিক বার চ্যালেঞ্জ ছুড়ে জানাচ্ছিলেন, যাত্রা হবেই।
এক দিকে আদালতে চলবে লড়াই, অন্য দিকে দলের কেন্দ্রীয় নেতৃত্ব রণকৌশল নির্ধারণ করবে বলে জানানো হয়েছিল। সোমবার সকালে রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে দিলীপ ঘোষ জানালেন, বিজেপি ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। মঙ্গলবার দিল্লিতে বৈঠকও ডাকা হয়েছে।
রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ একেবারেই নেই বলে এ দিন ফের দাবি করেছেন দিলীপ। বিজেপি-কে কোনও রকম কর্মসূচির অনুমতিই দেওয়া হবে না— এমনটা ধরে নিয়েই যে বিজেপি পাল্টা রণকৌশল তৈরি করছে, দিলীপ ঘোষ এ দিন সেই ইঙ্গিত দিয়েছেন।
আরও পড়ুন: ১৯৮৪ শিখ দাঙ্গায় সজ্জন কুমারের যাবজ্জীবন, ‘মূল্য দিতে হবে গাঁধী পরিবারকে’, তোপ জেটলির
রণকৌশল যে এ বার সরাসরি দিল্লি থেকেই স্থির হতে চলেছে, সে আভাসও দিয়েছেন। দিলীপ জানান, শিব প্রকাশ, অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয় এবং সুরেশ পূজারী মঙ্গলবারের বৈঠকে থাকবেন। বাংলা থেকে দিলীপ ঘোষ নিজে তো থাকছেনই। থাকছেন মুকুল রায় এবং রাহুল সিংহও। প্রস্তাবিত গণতন্ত্র বাঁচাও যাত্রা, তাকে কেন্দ্র করে জটিলতা, মামলার গতিবিধি এবং রাজ্য সরকারের মানসিকতা— সব কিছু মাথায় রেখেই ওই বৈঠকে রণকৌশল নির্ধারণ করা হবে বলে বিজেপি সূত্রের খবর।
অন্য দিকে, কলকাতা হাইকোর্টে বিজেপির দায়ের করা মামলা এ দিন গৃহীত হয়েছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে মঙ্গলবার মামলাটির শুনানি হবে। নানা অযৌক্তিক অজুহাত দেখিয়ে রাজ্য প্রশাসন বিজেপির যাত্রার অনুমতি আটকাচ্ছে বলে হাইকোর্টকে জানিয়েছে বিজেপি।
আরও পড়ুন: তিন কংগ্রেসি মুখ্যমন্ত্রীর শপথে বিরোধী জোটের হাওয়া, নেই শুধু মায়া-মমতা-অখিলেশ
রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসার জন্যও হাইকোর্টের নির্দেশ আদায় করতে হচ্ছে যে রাজ্যে, সেখানে যাত্রার অনুমতি পেতে হলেও আদালতের প্রত্যক্ষ হস্তক্ষেপ জরুরি— বিজেপির তরফে এমনই সওয়াল করা হবে বলে খবর।
দুই বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর, 'বাংলার' খবর পড়ুন আমাদের রাজ্য বিভাগে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy