মুখ্যমন্ত্রী যখন টুইটটি করেন তখনও পডুয়াদের নিয়ে বিমানটি মুম্বইয়ের মাটিতে নামেনি। মুখ্যমন্ত্রী লেখেন, ‘আর কিছু ক্ষণের মধ্যে কিছু পড়ুয়া মুম্বই এবং দিল্লিতে পৌঁছবে। আমার সরকার ওই পড়ুয়াদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।’
ফাইল চিত্র।
ইউক্রেন থেকে ইতিমধ্যেই দেশে ফেরানো শুরু হয়েছে ভারতীয় পড়ুয়াদের। ২১৯ জন পড়ুয়া নিয়ে একটি বিমান মুম্বইয়ের মাটিতে নেমেছে। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের পডুয়ারাও রয়েছেন বলে জানা গিয়েছে। ইউক্রেন ফেরত পড়ুয়াদের বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। দেশের ফেরার জন্য বিনামূল্যে বিমানের টিকিট দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী যখন টুইটটি করেন তখনও পডুয়াদের নিয়ে বিমানটি মুম্বইয়ের মাটিতে নামেনি। মুখ্যমন্ত্রী লেখেন, ‘আর কিছু ক্ষণের মধ্যে কিছু পড়ুয়া মুম্বই এবং দিল্লিতে পৌঁছবে। আমার সরকার ওই পড়ুয়াদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। তাদের বিনামূল্যে বিমানের টিকিটও দেওয়া হয়েছে এবং বিমানবন্দর থেকে বাড়িও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।’ তিনি আরও জানিয়েছেন, ‘এই নিয়ে সমন্বয়ের জন্য দমদম বিমানবন্দরের একটি বিশেষ দল থাকছে।’
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা পডুয়াদের জন্য ইতিমধ্যেই নবান্ন একটি কন্ট্রোল রুম খুলেছে। সেই কন্ট্রোল রুমে যোগাযোগ করছেন আটকে পড়া পডুয়াদের পরিবার। কী ভাবে তাঁরা দেশে ফিরবেন তার সমস্ত তথ্য দেওয়া হচ্ছে এই কন্ট্রোল রুম থেকে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই কন্ট্রোল রুম খোলা থাকছে।
Few students will be landing shortly in Mumbai and Delhi. My Govt is in touch with their families and also arranging their return to their home towns safely by providing them free air tickets and then from Airport to individual houses.(3/4)
— Mamata Banerjee (@MamataOfficial) February 26, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy