Advertisement
১৫ অক্টোবর ২০২৪
Russia Ukraine War

Operation Ganga: ইউক্রেন থেকে ২১৯ পডুয়াকে নিয়ে মুম্বইয়ে নামল প্রথম বিমান

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ওই বিমানে গিয়ে দেশে ফেরত আসা পড়ুয়াদের স্বাগত জানিয়েছেন। তিনি একটি টুইটও করেন। সেই টুইটে তিনি লেখেন, ‘মাতৃভূমিতে আবার স্বাগতম! ইউক্রেন থেকে নিরাপদে ফিরে আসা ভারতীয়দের মুখে হাসি দেখে আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেক ভারতীয়র নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন।’

বিমানে পডুয়াদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী পীযূষ গোয়েল

বিমানে পডুয়াদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী পীযূষ গোয়েল টুইটার থেকে নেওয়া

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ২২:১৯
Share: Save:

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা পডুয়াদের নিয়ে দেশে ফিরল প্রথম বিমান। এই বিমানে ২১৯ জনকে ফেরানো হয়েছে। ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়া থেকে পড়ুয়াদের নিয়ে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। শনিবার সন্ধ্যা ৭টা ৫০ নাগাদ সেটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজী বিমানবন্দরে নেমেছে।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ওই বিমানে গিয়ে দেশে ফেরত আসা পড়ুয়াদের স্বাগত জানিয়েছেন। তিনি একটি টুইটও করেন। সেই টুইটে তিনি লেখেন, ‘মাতৃভূমিতে আবার স্বাগতম! ইউক্রেন থেকে নিরাপদে ফিরে আসা ভারতীয়দের মুখে হাসি দেখে আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেক ভারতীয়র নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন।’

ইউক্রেনে আটক ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গঙ্গা’। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ইউক্রেন থেকে সীমান্ত দিয়ে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে আনা হয়।

দূতাবাস থেকে টুইট করে বলা হয়েছে, ‘ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর জন্য ইউক্রেনের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।’ তবে দূতাবাসের সঙ্গে কথা না বলে ভারতীয়দের সীমান্তে না যাওয়ার জন্য বলা হয়েছে। পরের ধাপে আরও ২৫০ ছাত্রকে ফিরিয়ে আনা হবে বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

অন্য বিষয়গুলি:

Russia Ukraine War Pijush Gayal Air India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE