ভোটের কাজে নিরাপত্তা নিয়ে দিনহাটায় বিক্ষোভ দেখালেন পুলিশ কর্মীদের একাংশ। মঙ্গলবার রাতে দিনহাটার ২৫টি বুথে পুনর্নির্বাচনের কথা জানাজানি হয়। তার পরেই বুথে দায়িত্ব পালনে কম বাহিনী দেওয়ায় নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পুলিশ কর্মীদের একাংশ। দিনহাটা থানার সামনে জড়ো হন তাঁরা। ওই বিক্ষোভে পুলিশের অন্দরে শোরগোল পড়ে যায়। কোচবিহারের এসপি ভোলানাথ পাণ্ডের বক্তব্য জানা যায়নি। তাঁর মোবাইল ফোন বেজে গিয়েছে।
তবে পুলিশের এক কর্তার বক্তব্য, দাবি মেনে অতিরিক্ত বাহিনী দেওয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্তারা। এর পরেই সবাই ডিউটিতে রওনা হয়েছেন। আগে ছিল একটি বুথে দু’জন পুলিশ, আর দু’টি বুথ একসঙ্গে হলে চার জন। এখন হল একটি বুথে ১১ জন। দু’টি বুথ একসঙ্গে হলে মোট ১৪ জন নিরাপত্তা সামলাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মীর কথায়, ‘‘ভোটের দিন দিনহাটায় বেশ কিছু বুথে ব্যাপক গোলমাল হয়। বোমা-গুলির অভিযোগও উঠেছে। বুথে কম সংখ্যক পুলিশকর্মী থাকায় পুলিশেরই অনেকের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়। তার জেরেই উদ্বেগ বেড়েছিল।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy